February 9, 2025, 11:46 pm

সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ নেতা গ্রেফতারের খবর শুনে মিষ্টি বিতরণ রাজধানীর ডেমরা এলাকায় অটোরিক্সা চালক উযান মিয়া (৪২)’কে হত্যা মামলায় আসামী আকাশ ভূইয়া (২৮)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। তারেক রহমানের ৩১দফা প্রস্তাবনা বাস্তবায়িত হলে এদেশে আর কোন ফ্যাসিস্টের জন্ম হবে না- বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম। টঙ্গীর ইজতেমা ময়দান বুঝে নিলেন সাদপন্থিরা, দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার সাগরে মৃত্যু প্রতিরোধে রেসকিউ বোট নিয়ে সহায়তায় এগিয়ে এলো ওয়ার্টসিলা বিচারপতি আবদুর রউফ ইন্তেকালে লেবার পার্টির শোক সুনামগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। রামুতে ইজিবাইক উল্টে প্রাণ গেল বৃদ্ধের আওয়ামী লীগ বিএনপিতে অনুপ্রবেশ করে ঘের দখল ও চাঁদাবাজী করছে পারিবারিক কলহের জেরে শ্বশুরের গোপনাঙ্গ কাটলেন পুত্রবধূ

চির নিদ্রায় শায়িত হলেন এমপি খোকা

রাহুল পারভেজ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া-৩ আসনের (আদমদীঘি-দুপচাঁচিয়া) সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন তালুকদার খোকার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

(২৮ জানুয়ারি) মঙ্গলবার দুপুর ৩টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আব্দুল মোমিন তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে বগুড়া-৩ আসন থেকে ২০০১ ও ২০০৮ সালে সংসদ নির্বাচনে নির্বাচিত হন।

তিনি তিন বারের সাবেক সংসদ সদস‍্য আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কালাইকুড়ি গ্রামের মৃত আব্দুল মজিদ তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। কয়েকদিন আগে গুরুতর অসুস্থ হওয়ায় তাকে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭৮ বছর।

গতকাল বুধবার সকাল ৯ টায় মরহুমের প্রথম জানাজা নামাজ দুপঁচাচিয়া উপজেলা, দ্বিতীয় জানাজা নামাজ সকাল ১০টায় আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে, তৃতীয় জানাজা বেলা ১১টায় সান্তাহার আধুনিক স্টেডিয়াম মাঠে এবং বাদ জোহর বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুঁড়ি নিজ গ্রামে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে তাঁকে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এসএম আক্তারুজ্জামান মিঠু, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জীবন, আরিফুর হক রুমান প্রমূখ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

Share Button

     এ জাতীয় আরো খবর