December 26, 2024, 5:21 pm

সংবাদ শিরোনাম

রবিবার,বালাগঞ্জে আসছেন জাগ্রত কবি মুহিব খান

এমদাদুল হক সুমন:

বালাগঞ্জ ইসলামী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বোয়ালজুড় ইউনিয়নের চান্দাইরপাড়া শিক্ষাপল্লী সংলগ্ন মাঠে আগামী ৮ ডিসেম্বর রবিবার বিকাল ৪ টা থেকে অনুষ্ঠিত হবে ক্বেরাত ও নাশিদ মাহফিল।

বর্ণিল এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাগ্রত কবি মুহিব খান।
নাশিদ পরিবেশনায় থাকছেন জনপ্রিয় নাশিদ শিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুল,শালিন আহমদ,আহমদ আব্দুল্লাহ ও চান্দাইরপাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাযিল মাদরাসার ছাত্র শিশুশিল্পী তামজিদ খান।

ক্বেরাত পরিবেশন করবেন মিশরের কায়রোস্থ মসজিদে নুরুল হুদা’র খতিব, শায়খ ক্বারী ইউসুফ আল সাকিম আল আজহারী।

বালাগঞ্জ সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা জাহেদ আহমদ,ইয়াওর মিয়া,জাহিদুর রহমান আরশ,জুবের খান,কামরুজ্জামান তোরন,মস্তাক আহমদ,খলকু মিয়া বলেন,দীর্ঘদিন পর সুস্থ সংস্কৃতির বিকাশে একটি বর্ণাঢ্য আয়োজন করতে যাচ্ছি,আমরা আশাবাদী মাহফিলটি লোকে লোকারণ্য হবে।

মাহফিলে সর্বসাধারণের উপস্থিতি কামনা করেছেন সংস্থার আহবায়ক আব্দুল হামিদ রকি,সদস্য সচিব মিছবাহুর রহমান,সদস্য আখলাকুর রহমান নাহিদ,রাসেল আহমদ,মোঃ হুছন মিয়া, কামরান আহমদ, রুবেল মিয়া,মিসবাহ,তুহিন মিয়া,শাহআলম মিসবাহ, কামরান,কামাল আহমদ প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর