শহিদুল ইসলাম:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরন সভা অব্যাহত রয়েছে।এ উপলক্ষে যশোরের শার্শায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২২ নভেম্বর) সকালে উপজেলার উলাশী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কন্যাদাহ গ্রামে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
কন্যাদাহ ওয়ার্ড বিএনপি নেতা আতর আলীর সভাপতিত্বে এ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও উলাশী ইউনিয়নের সাবেক মেম্বর ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শফিকুজ্জামান শফি,কামাল হোসেন,রোকনুজ্জামান জনি,গোগা ইউনিয়ন বিএনপি নেতা আমিনুর রহমান সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলেচনা সভা শেষে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম সহ কন্যাদাহ গ্রামে আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত কিতাব গাইন,মোজাম গাইন,নুর ইসলাম গাইন, আব্দুল আজিজ গাইন,লিটন গাইন,মুকুল গাইন সহ হত্যার শিকার সকল বিএনপি নেতাকর্মীদের জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয়।
এর আগে বিএনপি নেতা রিজাউল ইসলাম কন্যাদাহ গ্রামের অসু্স্থ বিএনপির নেতা মেঝো খোকাকে দেখতে যান।এসময় তার শারিরীক খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন।