লক্ষীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর শহরের দক্ষিন তেমুহনী এলাকায় মোটর সাইকেল ও ভ্যানের সংঘর্ষে ইছমাইল হোসেন মোল্লা নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইছমাইল হোসেন মোল্লা পৌরসভার বাঞ্চানগর গ্রামের মৃত সামছুদ্দিন মোল্লার ছেলে ও লক্ষ্মীপুর পৌরসভার ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মরিয়ম বেগম মনি‘র স্বামী।
পুলিশ ও স্বজনরা জানায়, শহরের উপশম হাসপাতালে কর্মরত ছিলেন ইছমাইল হোসেন মোল্লা। রাতে কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন তিনি। শহরের দক্ষিন তেমুহনীর সড়ক ও জনপথ এলাকায় পৌঁছলে মোটর সাইকেলের সাথে ভ্যানের ধাক্কায় লেগে গুরুতর আহত হয় ইছমাইল হোসেন মোল্লা। পরে গুরুতর আহত অবস্থায় রাত দেড়টার দিকে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।