মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগর উপজেলার প্রত্যন্ত চা বাগানঘেরা গ্রাম পানিশাইল গ্রামে জমি দখল করে টর্চারসেল নির্মাণকারী যুবলীগ নেতা আব্দুর রকিব মন্টুর বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে রাজনগর উপজেলার আখড়ারবাজারে শতাধিক মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পানিশাইল সাতটি জানালাবিহীন রহস্যজনক ঘর নির্মাণ করেছেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। এই বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে কালবেলা। এরপরই আলোচনা জন্ম দেয় যুবলীগ নেতার এই আয়নাঘর।
মানববন্ধনে গ্রামবাসীর মধ্যে বক্তব্য রাখেন, তজমুল আলী, জামাল মিয়া, আবুল কালাম, মইনুল ইসলাম নানু, মজর আলী, কুতুব মিয়া, আজিজুর রহমান প্রান্ত, নুরুল ইসলাম কলা মিয়া প্রমুখ।
এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বক্তব্য রাখেন। শেখ হাসিনার দেশত্যাগের পর পলাতক যুবলীগ নেতা মন্টুকে দেশে এনে আইনের আওতায় আনার দাবি জানান তারা।