January 16, 2025, 8:14 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

মৌলভীবাজারে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্যদে বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্যসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১০০ জনকে। মামলার আসামি সবাই আওয়ামী লীগ, যুবলীগ,স্বোচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
গত ০৮ আগস্ট রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফ আহমেদ (২৫) বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেন। মামলায় ৪ আগস্ট শহরের চৌমোহনা এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে হামলার অভিযোগ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে গত ০৮ আগস্ট রাতে (বুধবার) মামলা হয়েছে। এজাহারে৫০ জনের নামসহ অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করা হয়েছে।
আসামিদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য নেছার আহমদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, সদ্য সাবেক সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, জেলা যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর সৈয়দ সেলিম হক, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকারিয়া, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মহিম দে মধু ও স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বদরুল আলম প্রমুখ।
মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ৪ আগস্ট দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ থেকে প্রায় ৩০০ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের চৌমোহনায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রাণে হত্যার পরিকল্পনা নিয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমেদ,সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাউর রহমান,সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন,পৌর মেয়র ফজলুর রহমান,সাবেক সংসদ জিল্লুর রহমান,সৈয়দ রেজাউল করিম,এডঃ গৌছ উদ্দিন নিকসন,এডঃ নিখিল রঞ্জন দাসের নেতৃত্বে ও হুকুমে আসামীগন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ আন্দোলনরত ছাত্রছাত্রীদের হামলা চালায়।এ সময় আসামীদের কারো হাতে রামদা কারো হাতে লোহার রড ছিল। এসময় ৬ নং আসামী সৈয়দ রেজাউল করিমের হাতে ছোট্র আগ্নেয়াস্ত্র ও অপর হাতে লোহার রড ছিল।এ সময় আসামী বেম কযেক রাউন্ডগুলি করে আমার দিকে এগিযে আসে ও লোহার রড দিয়ে আমার ঘাড়ে আঘাত করে। এক পর্যায়ে ১-৮ নং বিবাদীগনের হুকুমে ১০ নং আসামী মোহাম্মদ বদরুল আলমসহ ,১১,১২,১৩,১৪,১৫১৮,১৯,২৩,২৫,২৬ ও ২৮ বিবাদীগন একত্রিত হয়ে আমার ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রান নাসের জন্য আক্রমন চালালে ১১ নং বাদী আমাকে প্রাণে মারার উদ্দেশ্যে আমার মাথায তহার হাতে থাকা লোহার রড দিয়ে আঘাত করিলে মাথা ফেটে মারাতœকতভাবে আহত হইয়ারক্তাত অবস্থায মাঠিতে পড়ে যাই। এক পর্যায়ে ১০ নং আসামী মোহাম্মদ বদরুল আলমসহ ,১১,১২,১৩,১৪,১৫১৮,১৯,২৩,২৫,২৬ ও ২৮ বিবাদীগন একত্রিত হয়ে কাছে থাকা লোহার রড,রামদা অবৈধ পিস্তল দ্বারা চৌমুনা চত্তরে মিক্ষার্থীদের গনহারে হত্যা করার জন্য গুলিবর্ষন, রামদা ও রোহার রড দিয়ে এলোপাতারি আঘাত করতে থাকে । আমরা আমাদের জীবন বাঁচাতেওই এলাকা ত্যাগ করতে চাইলে ও বিভিন্ন দোকানে, বাসায় আশ্রয় নেওযার চেষ্টা করলে আসামীগন বাসায় ও দোকানে ঢুকে এলোপাতারি কুপিয়ে ও লোহার রড দিয়ে আঘাত করে মারাতœক রক্তাত জখম করে। আসামীগন শহরের বিভিন্ন স্থানে রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি পুলিশ বক্স, মোটরসাইকেল পোড়ানোসহ রাষ্ট্রের লাখ লাখ টাকার সম্পদ ভাঙচুর ও লুটপাট করে ক্ষতিসাধন করা হয়। পুলিশকেও দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়। আহত ব্যক্তিরা বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুবুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর