June 30, 2024, 12:45 pm

সংবাদ শিরোনাম
চিলমারীতে আবারও শিক্ষক জিয়াউর রহমানের বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানির অভিযোগ দুর্নীতিরোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মোবাইল যুগে প্রবেশের জন্য বাণিজ্যিক ফাইভজি অ্যাডভান্সের ওপর হুয়াওয়ের গুরুত্বারোপ পটুয়াখালীতে ২৬ হাজার ৮ শত ৮০ পিচ ক্যান নিষিদ্ধ বিয়ার সহ আটক-৩ রংপুর বিভাগের সমবায় কর্মকর্তা ও সমবায়ী কর্তাদের নৈরাজ্যে কোটি কোটি টাকা লোপাট-দিশেহারা সাধারণ সমবায়ী গোয়াইনঘাটে হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ কুড়িগ্রামের ভুরুমারীতে ভিনদেশী রঙের দুই সন্তানকে নিয়ে দুঃশ্চিন্তায় বাবা মা নরসিংদীর চাঞ্চল্যকর কান্তা হত্যার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মামুনকে গ্রেফতার করলো রৌমারী থানা পুলিশ পটুয়াখালীতে ১ হাজার ২’শত কৃষকের মাঝে বিনামূল্যে ৬ হাজার নারিকেল চারা বিতরন সান্তাহার পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা

কুড়িগ্রামে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

কুড়িগ্রামে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় কুড়িগ্রাম কলেজমোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাজ্য জ্যোতির সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী সাদিকুর রহমান ও সুজয় চন্দ্র রায়, মজিদা আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থী অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক ও তাজবীর আহম্মেদ মুগ্ধ, কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নিলয় কুমার দাস কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুজ সাকিব শাহী, বিসিএস প্রত্যাশী শিক্ষার্থী আপেল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিদওয়ান পর্ব প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রতন অধিকারী।
শিক্ষার্থী অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক বলেন, কোটা পদ্ধতি কার্যকর হওয়া উচিৎ বৈষম্য বিলোপের মাধ্যমে। কিন্তু কোটা পদ্ধতি কার্যকর করা হচ্ছে বৈষম্য বৃদ্ধির লক্ষ্যে। অবিলম্বে এই কোটা পদ্ধতি সংস্কার করতে হবে।’
শিক্ষার্থী রিদওয়ান পর্ব বলেন, ‘মুক্তিযুদ্ধের কোটা যদি করতেই হয় তবে এই দেশের ৯০ভাগ মানুষ সেই কোটার দাবিদার। মুক্তিযুদ্ধে শহিদ ৩০ লক্ষ পরিবার, ধর্ষণের শিকার ২লক্ষ নারীর পরিবার, ২ কোটি নির্বাসিত মানুষের পরিবারসহ মুক্তিযদ্ধে নিপীড়ন নির্যাতনের শিকার প্রতিটি মানুষের পরিবার এই কোটার দাবিদার।’
সভাপতি রাজ্য জ্যোতি বলেন, ‌’বাবার যোগ্যতায় ছেলেকে বা নাতিকে চাকরী দেয়ার অর্থ যোগ্যতাকে পিছিয়ে দেয়া। অযোগ্য লোকেরা যোগ্যতার দামি চেয়ারে আসিন হলে বাংলাদেশ পিছিয়ে পরবে। যোগ্যতাকে অবমূল্যায়ণ করা হবে। সুতরাং এই কোট পদ্ধতি সংস্কার করতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর