October 11, 2024, 5:31 am

সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪)

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ কাজ করছে: আইজিপি

অনলাইন ডেস্ক:-

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় মাদক ও সন্ত্রাসবাদের কোনো স্থান হবে না। আমাদের বাহিনীর সদস্যরা প্রযুক্তিনির্ভর, জনবান্ধব, সেবাবন্ধব। আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কাজ করছে। আমাদের পেশাগত উৎকর্ষ দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, পুলিশের নিয়োগ পদায়ন ও পদোন্নতির স্বচ্ছতা আজ সর্বমহলে প্রশংসিত হচ্ছে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ, সংস্থা ও সংগঠন আমাদের কার্যক্রমের প্রশংসা করেছে। সর্বক্ষেত্রে আমাদের এই স্বচ্ছতা অব্যাহত রাখতে হবে।

তিনি আরো বলেন, সব শ্রেণি-পেশার মানুষের কাছে কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে হবে। থানাকে সেবা প্রদানের কেন্দ্র হিসেবে বিবেচনা করে থানার সেবার মান আরো বৃদ্ধি করতে হবে। বিভিন্ন সফলতার মাধ্যমে আমরা মানুষের আকাঙ্ক্ষা বৃদ্ধি করেছি। থানা থেকেও একইভাবে সেবা দিয়ে পুলিশকে মানুষের আশা-আকাঙ্ক্ষা ও ভরসার জায়গা ধরে রাখতে হবে।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, মাদক ও দুর্নীতি দেশের নীরব ঘাতক। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করতে। আমাদের সব সদস্য প্রধানমন্ত্রীর নির্দেশনামূলক বক্তব্যে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন করবেন।

পুলিশ প্রধান বলেন, জঙ্গিবাদ দমনে পুলিশ বৈশ্বিক দৃষ্টান্ত স্থাপন করেছে। মাদক প্রতিরোধ করে আমাদের সেই সাফল্য অর্জন করতে হবে। অস্ত্র, মাদক ও সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশ বৈশ্বিক দৃষ্টান্ত স্থাপন করেছে। একইভাবে সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশে দায়িত্ব পালন করার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর