আগামী ১৫ ফ্রেরুয়ারী ২০১৮ ইং তারিখ বৃহস্পতিবার বিকাল ৪ টায় ইনসস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ,মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন কাকরাইল,ঢাকা (২য় তলা) টেলিভিশন রিপোটার্স ইউনিটি অব বাংলাদেশ-ট্রাব এর সভাপতি সালাম মাহমুদের সভাপতিত্বে রংধনু গ্রুপ-অ্যাওয়ার্ড-২০১৭ অনুষ্ঠান সূচীতে থাকবে আলোচনাসভা,রংধ গ্রুপ-ট্রাপ অ্যাওয়ার্ড-২০১৭ প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্রেষ্ঠত্বের বিচারে চলচ্চিএ,টেলিভিশন,সঙ্গীত,নৃত্য,ক্রীড়া,মঞ্চ নাটক,যাএা ও সাংবাদিকতা বিভাগে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপন্থিত থাকবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রনালয়ের মন্ত্রী শাজাহান খান এম,পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবে গসপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক এম,পি,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ এম,পি,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম এম,পি,এটিএন বাংলা টেলিভিশন চ্যানেল এর চেয়ারম্যান ড.মাহফুজুর রহমান,রংধুনু গ্রুপ এর চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক,বরেণ্য সাংবাদিক ও চলচ্চিএকার রফিকুজ্জামান,আইডিইবি সাধারন সম্পাদক মোঃ শামসুর রহমান,লীজান হারবাল লিঃ ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক লিটু,বরেণ্য সাংবাদিক,সভাপতি,সার্ক চলচ্চিএ সাংবাদিক ফোরাম রেদুয়ান খন্দকার,টাইম শপ লিঃ এর চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শান্ত প্রমুখ। এ ব্যাপারে উক্ত অনুষ্ঠানকে স্বার্থক করতে দাওয়াত পএ প্রাপ্ত সকলকে যথা সময়ে উপস্তিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন উক্ত অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান সৈয়দ দিদার বখত,কো-চেয়ারম্যান দেওয়ান হাবিবুর রহমান,সদস্য সচিব শপথ চৌধুরী। উক্ত অনুষ্ঠানের মিডিয়া পাটনার দৈনিক ইত্তেফাক,এটিএন বাংলা টেলিভিশন চ্যানেল,স্পন্সর লীজনি হারবাল লিঃ,দৈনিক আমার বার্তা,টাইম,সহযোগিতায় সার্কচলচ্চিল সাংবাদিক ফোরাম,ফ্যাশন। উক্ত অনুষ্ঠানে র্যাফেল ড্রঃ মিনিষ্টার,ফ্যাশন পার্টনারঃফ্যাশন মেকার।
প্রাইভেট ডিটেকটিভ/১৪ ফ্রেরুয়ারী ২০১৮/ইকবাল