January 3, 2025, 1:05 am

সংবাদ শিরোনাম
সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

ভালবাসা দিবস ও বসন্ত বরনে পর্যটকদের পদচারনায় মুখরিত সমুদ্র সৈকত কুয়াকাটা 

আরিফ সুমন,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:


বাসন্তী রংয়ে সাজাবো তোমার মন
পাখি হয়ে তোমার সুরে গাইব গান
বাতাস হয়ে নেভাবো তোমার মনের আগুন
চুপিসারে কানে কানে বলব-এ ধারাতে আজ বইছে ফাগুন।
বসন্তের উথাল-পাথাল উদাসী হাওয়ায়, ফাগুনের রঙ হৃদয়ে ধরে, প্রকৃতির নৈসর্গিক ছোয়া পেতে সমুদ্র সৈকত কুয়াকাটায় এখন হাজারো পর্যটকের পদচারনায় মুখরিত। শীতের হিমেল পরশ লেগে থাকা ফাগুনের প্রথম দিনে, প্রকৃতির ছোয়ায় দু:খ-বেদনা, ক্লান্তি-শ্রান্তি ভুলে পর্যটকরদের আনন্দ-উম্মাদনায় পুরো সৈকত জুড়ে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ।
শীতের জীর্নতা সরিয়ে ফুলে ফুলে সেজে উঠেছে প্রকৃতি। গাছে গাছে নতুন স্নিগ্ধ সবুজ কচি পাতায় দক্ষিনা হাওয়া দোল জাগিয়ে জানান দেয় ফাগুনের আগমনি দিনের। তাই ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। শীত প্রকৃতির জড়তার অবসান ঘটিয়ে ফাগুনের প্রথম দিনে বসন্ত বরন ও ভালবাসা দিবস উদযাপনে দেশী-বিদেশী পর্যটকদের অগমনে মুখরিত সমুদ্র সৈকত কুয়াকাটা। শান্ত সমুদ্র, রোদেলা বেলাভ‚মি, ইকোপার্ক, ইলিশ পার্ক, শ্রীমঙ্গল ও সীমা বৌদ্ধ বিহার, ফাতরারবন, লেবুর চর, গঙ্গামতির চর, কাউয়ার চর, শুটকী পল্লী, রাখাইন পল্লী দেশী-বিদেশী নানা বয়সী পর্যটকদের ক্লান্তিহীন ছুটোছুটি আর উপস্থিতিতে মুখরিত।
সূর্যোদয়-সূর্যাস্ত, সমুদ্রের ঢেউ, সবুজ বনানীর আপার ছোয়া আর গঙ্গামতির চরে লাল কাকড়ার অবাধ বিচরনের জন্য সাগরকন্যা কুয়াকাটা দিনদিন হয়ে উঠেছে পর্যকদের প্রিয় স্থান। রয়েছে উপজাতি রাখাইন সম্প্রদায়ের জীবনাচর ও সংস্কৃতির সেতুবন্ধন, সুন্দরবনের একাংশ ফাতরার বনের দৃশ্য উপভোগের সুযোগ। যোগযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে সারা বছর পর্যকদের আগমনে মুখরিত থাকে কুয়াকাটা। বসন্ত উৎসবে কুয়াকাটার আগত পর্যটকদের পদচারনায় মুখরিত দীর্ঘ বেলাভুমি। তাই দেশের অপরাপর পর্যটন কেন্দ্র গুলোর চেয়ে সার্বিক নিরাপত্তায় এগিয়ে থাকা কুয়াকাটায় বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ। রাখাইন মার্কেট, ঝিঁনুক মার্কেট, শুটকী মার্কেট, খাবার হোটেলসহ ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে পর্যটকদের উপচে পড়া ভীড়।
কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সেক্রেটারী জেনারেল মোতালেব শরীফ বলেন, যাতায়ত ব্যবস্থার উন্নতি হওয়ায়, সার্বিক দিক দিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতের নিরপত্তা ব্যবস্থা ভাল থাকায় প্রতিদিনই বাড়ছে পর্যটকদের উপস্থিতি। শিকদার রিসোর্ট এন্ড ভিলার জেনারেল ম্যানেজার এবং পর্যটন ব্যক্তিত্ব জয়নাল আবেদীন গোলদার বলেন, যে পরিমান পর্যটকের উপস্থিতি কুয়াকাটায় বাড়ছে সে তুলনায় এখানে হোটেল-মোটেলে সংখ্যা কম। তাছাড়া রাতের সীবিচে আলোর ব্যবস্থা নাই। এ বিষয়টিকে গুরুত্বে সংগে দেখা উচিত।
কুয়াকাটা টুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, পর্যকদের নিরাপদ ভ্রমন আর নিারপত্তায় প্রস্তত কুয়াকাটা টুরিস্ট পুলিশ।

Share Button

     এ জাতীয় আরো খবর