January 18, 2025, 3:14 pm

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার #বাউ_মুরগি চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আগুন :নিহত এক শিশু পরিকল্পিত দাবী রোহিঙ্গাদের তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগ ও এমজিবি’র উদ্যোগে নগর কৃষির প্রসার সিলেট সিমান্তে ০২ জন ভারতীয় নাগরিক আটক হিলিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা বেনাপোলে পুলিশের অভিযানে ভারতীয় ফেনসিডিল সহ আটক-১ লামায় শ্যালকের পিটুনিতে দুলাভাইের মৃত্যু ইসলামপুরে ৮ দফা দাবিতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জােটের মানববন্ধন সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের

কাশিমপুরে অটোরিক্সা চোর চক্রের ৩ সদস্য আটক

মোঃ সবুজ আল-আমিন
কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কাশিমপুরে বিভিন্ন সময় অটোরিক্সা চুরি করা এমন ৩ চোরকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।

রবিবার(২১আগষ্ট)দুপুর তিনটার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের লোহাকৈর মাজার  এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরিকৃত অটোরিক্সাটি উদ্ধার করা হয়। অটোরিক্সা চুরির করে নিয়ে যাওয়ার সময় সাধারণ জনতার সন্দেহ হলে, তাদেরকে আটক করে গাছের সাথে রশি দিয়ে বেধে রাখে,পরে কাশিমপুর থানায় খবর দিলে পুলিশ তাদের কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। চোর চক্রের তিন সদস্যই গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকার আহম্মদ নগর  বসবাস করে।

এ বিষয়ে কাশিমপুর থানার এস.আই মোঃ রায়হান উদ্দিন  জানায়, রবিবার দুপুর ৩ টার দিকে কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকা থেকে মোঃ মনির হোসেন (২৫) পিতাঃ আশরাফুল ইসলাম, গ্রামঃ গোপালপুর, থানাঃ মিঠাপুকুর, জেলাঃ রংপুর, মোঃফাহিম (২৮), পিতাঃ মোঃ পদ মিয়া, গ্রামঃ লালনগর, থানাঃ গোলাপগঞ্জ, জেলাঃ সিলেট এবং মোঃ রাজু মিয়া (১৮) পিতাঃ মোঃ রহমত আলী, মাতাঃ রাশেদা বেগম, গ্রামঃ শেকেরপুকুর পাড়া, থানাঃ সদর, জেলাঃ নওগাঁ  নামের ৩ অটো রিক্সা চোরকে আটক করি। এঘটনায় কাশিমপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর