পার্বতীপুর প্রতিনিধি ;
আজ (১৭আগষ্ঠ)বুধবার পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশনায় একটি টিম বিশেষ অভিযানে গভীর রাতে পার্বতীপুর উপজেলার বিখ্যাত মাদক ব্যাবসায়ী জিম এবং তার দুই জন সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে।
এসময় তাদের নিকট হতে ০৩ বোতল ফেন্সিডিল এবং ডাকাতির প্রয়োজনে ০১ টি রামদা,চাকু, নগদ কিছু টাকা উদ্ধার করা হয়। জিম এর বিরুদ্ধে পার্বতীপুর থানার ০৩ টি মামলা চলমান রয়েছ বলে যানা যায়।