January 18, 2025, 6:28 pm

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার #বাউ_মুরগি চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আগুন :নিহত এক শিশু পরিকল্পিত দাবী রোহিঙ্গাদের তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগ ও এমজিবি’র উদ্যোগে নগর কৃষির প্রসার সিলেট সিমান্তে ০২ জন ভারতীয় নাগরিক আটক হিলিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা বেনাপোলে পুলিশের অভিযানে ভারতীয় ফেনসিডিল সহ আটক-১ লামায় শ্যালকের পিটুনিতে দুলাভাইের মৃত্যু ইসলামপুরে ৮ দফা দাবিতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জােটের মানববন্ধন সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের

নৌপথে তিনজনকে অপহরণ,সুনামগঞ্জ শ্রমিক লীগ সভাপতি গ্রেফতার

স্টাফ রিপোর্ট,সিলেট
নৌপথে ব্যবসায়ীসহ তিন ব্যক্তিকে অপহরণ মামলায় সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার দুপুরের দিকে সুনামগঞ্জ জেলা শহরের বাসা থেকে গ্রেফতারের পর সদর মডেল থানায় তাকে সোপর্দ করে ডিবি পুলিশ।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত ডিআইজি ও সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান গ্রেফতারের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, তাহিরপুরে গেল বুধবার রাতে নৌপথে ব্যবসায়ীসহ তিনজনকে অপহরণে  সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পরই তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতার সেলিম তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিনের ভাই এবং জাদুকাটা বালু মহাল একাংশের ইজারাদার। সেলিমসহ এ অপহরণ মামলায় এ পর্যন্ত তিনজন গ্রেফতার হয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান মোগেরগাঁও গ্রামের জালাল উদ্দিনের ছেলে মোর্শেদ আলমকে গ্রেফতার করে পুলিশ। মোর্শেদ সেলিমের আপন চাচাতো ভাই।
প্রসঙ্গত,  ২০০২ সালে জাদুকাটা নদী তীরবর্তী বিন্নাকুলিতে বালু পাথর বাহি নৌকায় চাঁদাবাজিতে বাঁধা দিতে গেলে তৎকালীন থানার ওসি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), থানা পুলিশের উপর সেলিম আহমদ এবং তার পরিবারের লোকজন হামলা করে। ওই চাঁদাবাজি ও পুলিশ এ্যাসল্ট মামলায় ২০০২ সালে সেলিম কয়েকমাস জেল হাজতে ছিলেন। পরবর্তীতে বিএনপি সরকারের শাসনামলে সুনামগঞ্জ-১ আসনের বিএনপি দলীয় এমপি নজির হোসেন ওই মামলাটি নিষ্পক্তি করিয়ে দেন।

মামলা ও পুলিশ সূত্র জানায়, ১০ লাখ টাকা চাঁদা না পাওয়ায় গত বুধবার রাত সাড়ে ১১টায় তাহিরপুর উপজেলার সংসার হাওড় তীরের মন্দিয়াতা গ্রামের সামনে থাকা বিআইডব্লিউটিএর জেটিতে থাকা তিনজনকে মারপিট করে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে থানায় মামলা করেন।

সুনামগঞ্জ পৌর শহরের হাসন নগরের মৃত রাজা মিয়ার ছেলে অপহৃত ও শারীরিক নির্যাতনের শিকার ব্যবসায়ী অলিউর রহমান মামলাটি করেন।
মামলার বাদী অলিউর রহমান গণমাধ্যমকে জানান,সেলিম এ অপহরণ ঘটনার মূলহোতা; তার মদদেই আমাদের অস্ত্রের মুখে অপহরণ করে মোদেরগাঁও গ্রামে নিয়ে এসে একটি বাড়িতে আটকে রাখে। সেখানে রাতভর শারীরিক নির্যাতন চালিয়ে প্যাডে ও সাদা কাগজে স্বাক্ষর নেয় অপহরণকারী চক্র।।
তিনজনকে অপহরণ# শ্রমিক লীগ সভাপতি গ্রেফতার#-১৬.০৮.২২

Share Button

     এ জাতীয় আরো খবর