December 23, 2024, 8:10 am

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

ফয়সাল শেখ,ঢাকা

আজ ২১ জুন সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। সংগঠনের সভাপতি শাহবুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন রুবেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আজম খান বলেন, বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার জন্য পাঠানোর জন্য আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমানে অবৈধ সরকার বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা, গণতন্ত্র, ভোটার অধিকার হরন করে খান্ত হননি। এ সরকার মানুষের উপরে জুলুম-নির্যাতন, গুম, খুনসহ যে অপকর্ম করছেন সে ভয়ে নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পাচ্ছেন। খালেদা জিয়াকে যদি উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হয়, অনাকাঙ্খিত ঘটনার জন্য বর্তমান অবৈধ সরকারকে দায়-দায়িত্ব বহন করতে হবে। এডভোকেট আহমেদ আজম বলেন, সিলেট-সুনামগঞ্জে বন্যাকবলিত এলাকায় অসহায় মানুষের পাশে দাড়াবার জন্য রাজনৈতিকসহ দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন-অর-রশিদ, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপির যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ উদ্দিন নেওয়াজ, জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিম হোসেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারী, কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান মিয়া স¤্রাট, জিনাপের সভাপতি মিয়া আনোয়ার হোসেন মৎসজীবী দলের কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন সিরাজীসহ প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর