December 21, 2024, 9:54 pm

সংবাদ শিরোনাম
পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায় যশোরে জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অনুষ্ঠানের ভিডিও নিয়ে তোলপাড় পটুয়াখালীতে রাখাইনদের ধান লুটের ঘটনা মিথ্যে দাবী করে যুবদল নেতার মানববন্ধন ভারত সীমান্তের ইছামতী নদীর তীর থেকে ৩ বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার সেন্টমার্টিন দ্বীপে শতাধিক ইট-পাথরের স্থাপনা : ২০৪৫ সালের মধ্যেই সাগরে তলিয়ে যাবার আশংকা
ফাইল ছবি

চট্টগ্রামে সীতাকুণ্ডে ডিপোর আগুন নিয়ন্ত্রণে: সেনাবাহিনী

নিউজ  ডেস্কঃ

সীতাকুণ্ডে বিএম কনটেইনার আগুন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল বলেছেন, ‘কনটেইনার ডিপুর আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। কাপড় তুলাসহ বিভিন্ন কনটেইনারে গার্মেন্টস পণ্য থাকায় কিছু কনটেইনার থেকে এখনো ধোঁয়া উঠছে। এখানে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে, আর যেনো কোনো ক্ষতি না হয় এবং হতাহতের ঘটনা না ঘটে সে লক্ষ্যে আমরা সাবধনাতার সঙ্গে কাজ করছি।’

মঙ্গলবার (৭ জুন) দুপুরে এক প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানান তিনি।

আরিফুল ইসলাম বলেন, ‘এখানে আমরা গুরুত্বের সঙ্গে কাজ করছি। যেসব কনটেইনার থেকে ধোঁয়া বের হচ্ছে, সেগুলোর আশেপাশে আমরা কম যাচ্ছি। আমরা আর কোনো হতাহত চাই না। বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো দুর্যোগে মানুষের পাশে ছিল এবং থাকবে। ঢাকা থেকে আজ সেনাবাহিনীর আরও একটি বিশেষজ্ঞ টিম এসেছে। তারা এখানে আর কোন বিপজ্জনক কিছু আছে কি-না তা পর্যবেক্ষণ করবে।’

তিনি আরো বলেন, ‘রোববার সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের প্রায় দুই শতাধিক সদস্য বিস্ফোরণের ঘটনাস্থল ও হাসপাতালে কাজ করছে। ডিপোতে এসে আমরা ফায়ার সার্ভিসকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করেছি। এখন যে আগুনটা আছে তা প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে। আগুন নিয়ন্ত্রণ করতে আমাদের কিছুটা সময় বেশি লেগেছে। কারণ এলাকাটা অনেক বড়। প্রায় ২৬ একর জায়গায় এই কনটেইনার ডিপোটি। এখানে কনটেইনারের সংখ্যা ৪ হাজারের বেশি। কনটেইনারগুলো একটির পর আরেকটি লাগানো ছিল। ফলে কনটেইনারগুলো নিচে নামিয়ে কাজ করতে সময় লাগে।’ এ সময় তিনি সার্বিক সহায়তার জন্য গণমাধ্যম কর্মীদেরও ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, শনিবার রাত ৯টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে।  ঘণ্টা দুই পর রাসায়নিক থাকা কয়েকটি কনটেইনারে বিকট শব্দে বিস্ফোরণ হয়।  এতে দুই শতাধিক মানুষ আহত হন।  এখন পর্যন্ত ফায়ার ফাইটারসহ ৪১ জনের মৃত্যু হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর