ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ
মহামারী মরন ব্যাধী করোনা মহামারির কারণে বার্সেলোনায় দলবদল আর হচ্ছে না। এমন পরিস্থিতিতে নেইমারের তার পুরনো ক্লাব বার্সায় ফেরা প্রায় অসম্ভবই বলছেন বার্সেলোনার সভাপতি যোসেপ মারিয়া। তিনি বলেন, মহামারির মধ্যে এই মুহূর্তে দলবদল অসম্ভব।করোনাভাইরাস মহামারী অন্য ক্লাবগুলোর মতো আর্থিক আঘাত হেনেছে বার্সা একাউন্টেও। সেজন্য পিএসজির ব্রাজিলিয়ান ও ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকাকে দলে টানা নিয়ে আপাতত পিছপা স্প্যানিশ ক্লাবটি।স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, মহামারীকালে লক্ষ্যের চেয়ে অন্তত ২০০ মিলিয়ন কম কামিয়েছে বার্সা। সেই ধাক্কা লেগেছে দলবদলে। বার্তেমেউ বলছেন, ক্লাব ২০০ মিলিয়ন ইউরো হারিয়েছে মার্চ-জুনে। এই ধাক্কা সামাল দিতে তাদের তিন/চার বছর সময় লেগে যেতে পারে।‘বার্সা গত কয়েক সপ্তাহ ধরেই লৌতারোর ব্যাপারে ইন্টারের সাথে কথা বলে এসেছে, কিন্তু দুই ক্লাবের যৌথ সিদ্ধান্তেই আলোচনা থমকে গেছে। বর্তমান পরিস্থিতি বড় দলবদলের অনুমতি দেয় না।’শুধু বর্তমান পরিস্থিতিতে, না।এমনকি পিএসজিও তাকে বিক্রি করতে চায় না। বার্সার দাবি, নেইমার বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। গত গ্রীষ্মে আমরা তাকে আনার অনেক চেষ্টাই করেছি, কিন্তু এই গ্রীষ্মে আমরা চেষ্টাই করতে পারছি না।সোজাসাপ্টা কথা বার্সা সভাপতির।
প্রাইভেট ডিটেকটিভ/৪ আগষ্ট ২০২০/ইকবাল