October 6, 2024, 10:22 am

সংবাদ শিরোনাম
স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী সাংবাদিক পুত্র আবির হোসেন অনন্ত’র জন্মদিন আজ বিল্লাল হুসাইন

সুদানে সাংবাদিকদের গ্রেফতারের ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

 

যুক্তরাষ্ট্র গত শুক্রবার সুদানে এএফপি সাংবাদিক ও তার আরো দুই সহকর্মীকে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে অযৌক্তিক হিসেবে বর্ণনা করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। গত বুধবার রাজপথে একটি বিক্ষোভের খবর সংগ্রহ করার সময় এএফপি’র এক সাংবাদিক ও তার দুই সহকর্মীকে গ্রেফতার করা হয়। বিক্ষোভকারীরা খাদ্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করছিল। বার্তা সংস্থা এজেন্স ফ্রান্স প্রেস এর সাংবাদিক আব্দেলমোনিম আবু ইদ্রিস আলি ও আরো দুই সাংবাদিককে গ্রেফতার করা হয়।

তারা এ সময় পেশাগত দায়িত্ব পালন করছিলেন। গ্রেফতারের পর তাদের আটক রাখা হয়েছে। তাদের সঙ্গে পরিবারের সদস্য কিংবা প্রতিষ্ঠানের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করতে দেয়া হচ্ছে না। কর্তৃপক্ষ জানায়, ‘তদন্তের স্বার্থে’ সুদানের ন্যাশনাল ইন্টিলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সার্ভিস (এসআইএসএস) তাদের আটক করেছে।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নারী মুখপাত্র হেদার নয়ের্ট বলেন, ‘আমরা তাদের আটকের বিষয়ে অবগত রয়েছি। আমরা ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছি।’ তিনি আরো বলেন, ‘আমরা সুদানে সাংবাদিকদের এই হয়রানির তীব্র নিন্দা জানাচ্ছি। তাদেরকে সম্পূর্ণ অযৌক্তিকভাবে আটক করা হয়েছে। তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন। মতপ্রকাশের স্বাধীনতা তাদের মৌলিক অধিকার।’

Share Button

     এ জাতীয় আরো খবর