January 15, 2025, 9:47 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রধান বিচারপতিকে জোরপূর্বক ছুটি দিয়ে সরকার বিচারব্যবস্থাকে নিজেদের আয়ত্তে নিয়েছে: রিজভী

প্রধান বিচারপতিকে জোরপূর্বক ছুটি দিয়ে সরকার বিচারব্যবস্থাকে নিজেদের আয়ত্তে নিয়েছে: রিজভী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার গু-ামির মাধ্যমে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাকে ছুটিতে পাঠিয়েছে। গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে রিজভী এই মন্তব্য করেন। প্রধান বিচারপতি এস কে সিনহাকে গু-ামির মাধ্যমে জোরপূর্বক এক মাসের ছুটি দিয়ে গোটা বিচারব্যবস্থাকে নিজেদের আয়ত্তে নিয়েছে সরকার। আসলে প্রধান বিচারপতিকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার এটি একটি প্রথম পদক্ষেপ। এখন নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইন বিভাগের মধ্যে আর কোনো পার্থক্য নেই। সব বিভাগের ওপরই একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেল শেখ হাসিনার। মানুষের বিচার প্রার্থনার শেষ আশ্রয় স্থলটুকু আর থাকল না। এর ফলে আগামি দিনের সব রায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই নিয়ন্ত্রণ হবে বলে জনমনে আশঙ্কা তৈরি হয়েছে, বলেন রিজভী। কারণ প্রধান বিচারপতিকে হুমকি দিয়ে ছুটি নিতে বাধ্য করা অথবা ছুটির নামে জালিয়াতি করা হয়েছে সেটি নজিরবিহীন। যেভাবে তাঁকে নাজেহাল করা হয়েছে, যেভাবে বিচার বিভাগের সম্মান, মর্যাদা ও ভাবমূর্তি নস্যাৎ হয়েছে, তাতে বিচারবিভাগের সম্মান ও ভাবমূর্তি বলে কিছু অবশিষ্ট রইল না। এই সরকারের দুঃসহ দৌরাত্ম্যের বিরুদ্ধে সকলে মিলে সোচ্চার না হলে ভবিষ্যতে বিরোধী দল, মত ও বিশ্বাসের লোকদেরসহ ন্যায় বিচার পাওয়ার আরা কোনো সম্ভাবনাই থাকবে না, যোগ করেন রিজভী। প্রধান বিচারপতি অসুস্থ নয় দাবি করে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, বাস্তবে প্রধান বিচারপতি অসুস্থ নন। গত পরশু তিনি যখন মন্দিরে গেছেন, তখন তাঁর সাথে যাদের দেখা হয়েছিল তারা পরিষ্কার করে বলেছেন, প্রধান বিচারপতিকে দেখে অসুস্থ মনে হয়নি। সুপ্রিম কোর্টের কর্মকর্তারা তাঁর বাসভবনে দেখা করে গণমাধ্যমকে বলেছেন প্রধান বিচারপতিকে দেখে অসুস্থ মনে হয়নি। বন্ধুরা, তাঁকে জোর করে ছুটিতে পাঠিয়ে এখন দেশত্যাগে বাধ্য করা হচ্ছে। এজন্য গত দুদিন ধরে সরকারের মন্ত্রী ও উপদেষ্টারা দেখা করে তাঁর ওপর প্রচ- চাপ প্রয়োগ করছেন। অথচ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বারবার প্রধান বিচারপতির সাথে দেখা করার চেষ্টা করলেও পুলিশি বাধায় দেখা করতে পারেনি। সীমান্তে বিএসএফের হত্যাকা- নিয়ে রিজভী বলেন, গত পাঁচ মাসে বিএসএফ পাঁচজন বাংলাদেশিকে হত্যা করেছে। বাংলাদেশের সার্বভৌমত্ব আজ দুর্বল বলেই বিএসএফ একতরফাভাবে বাংলাদেশ-ভারত সীমান্তকে রক্তাক্ত করছে। দেশের সার্বভৌমত্বের কথা না ভেবে গোপন চুক্তির মাধ্যমে অন্যকে উজাড় করে দিলে প্রতিদিনই সীমান্তে বাংলাদেশিরা হত্যাকা-ের শিকার হবে। প্রধানমন্ত্রীর সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন শূন্য। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রথমে কোনো আগ্রহই দেখায়নি সরকার। এরপরও জাতিসংঘ থেকে রোহিঙ্গাদের জন্য কিছুই আনতে পারেননি প্রধানমন্ত্রী। এমনকি নিজেদের পাশের দেশকেও তার পক্ষে নিতে পারেননি। তাঁর (প্রধানমন্ত্রী) কোনো অর্জনই নেই।

Share Button

     এ জাতীয় আরো খবর