October 8, 2024, 11:17 pm

সংবাদ শিরোনাম
প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা!

নিরাপদ খাদ্য নিশ্চিতে ঢাকায় অ্যাক্রিডেটেড ল্যাব হচ্ছে-কৃষিমন্ত্রী ড.মো: আব্দুর রাজ্জাক এমপি

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

কৃষিমন্ত্রী ড.মো: আব্দুর রাজ্জাক এমপি  বলেন,  মানুষের  মৌলিক  চাহিদার 

অন্যতম  হলো খাদ্য। বর্তমান  কৃষিবান্ধব  সরকারদেশের  জনগণের  এ  মৌলিক  চাহিদা পূরণে সক্ষমতার পরিচয় দিয়েছে এবং এ তৎপরতা অব্যাহত আছে। এখন লক্ষ্য হচ্ছেনিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চয়তা করা।সরকার   সবার  জন্য  নিরাপদ  ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে নিরলস কাজকরে যাচ্ছে। আমরা  একটি  অ্যাক্রিডেটেড ল্যাব স্থাপন করতে যাচ্ছি। ফলে  নিরাপদ  খাদ্য  নিশ্চয়তা সহ  কৃষি জাত পণ্যেররপ্তানির বাজার প্রসারিত হবে। গত ২৬ আগস্ট,সোমবার বাংলাদেশ  কৃষি  গবেষণা  কাউন্সিল  (বিএআরসি)  অডিটরিয়ামে  সার্ক  কৃষি  সেন্টার  আয়োজিত Food Safety in South Asia Region: current Status Policy Perspective and way-Forward  শীর্ষক  পরামর্শক  সভায়  তিনি  এসব কথা বলেন ।কৃষিমন্ত্রী ড.মো: আব্দুর রাজ্জাক এমপি বলেন;  আমাদের  এই  অঞ্চলে  ৭৫ শতাংশ মানুষ গ্রামে বাস করে। তাদের  জীবন  জীবিকা  কৃষি  নির্ভর,  নিরাপদ  খাদ্যের বিষয়  এদেরকে  সচেতন  করতে হবে। নিরাপদ  খাদ্যে  ৩টি  বিষয় রয়েছে   খাদ্যের  সহজ  লভ্যতা, খাদ্য  গ্রহণের সক্ষমতা ওনিরাপদ পুষ্টিকর খাদ্য। এর  জন্য  আমাদের  মাথা পিছু  আয়  বাড়াতে  হবে,এর জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আয় বাড়াতে  হলে  কৃষির  আধুনিকায়ন ,বাণিজ্যি কীকরণ  ও  প্রক্রিয়াজাত  অপরিহার্য।কৃষির  দৃশ্যমান  উন্নয়নে  নানা  পদক্ষেপনেয়া হচ্ছে।কৃষিমন্ত্রী ড.মো: আব্দুর রাজ্জাক এমপি  আরও  বলেন;   আমরা  টেকসই  খাদ্য  নিরাপত্তা  ও  পুষ্টির  জন্য  কাজ করছি। আমাদের  অনেক  চ্যালেঞ্জ  রয়েছে  সেগুলো মোকাবেলা  করেই  লক্ষ্যে পৌছাবো। আমাদের  দানাদার  খাদ্য  উৎপাদন ৪৪ লাখ মে:টন। চাল  উৎপাদনে  বিশ্বের অবস্থান ৪র্থ,  মাছে  ৩য়,  জলজ  সম্পদে  ৫ম, শাক  সবজিতে  ৩য়  স্থান, আলু উৎপাদনে ৮ম,আম উৎপাদনে ৭ম। আমাদের  কৃষির উৎপাদন  ৪  শতাংশ হারে বাড়ছে। স্বাগত  বক্তব্য  রাখেন  ড.  এস. এম  বখতিয়ার, পরিচালক  সার্ক কৃষি সেন্টার। সম্মেলনে বিষয়  বস্তু  এবং  উদ্দেশ্য  সম্পর্কে আলোচনা  করেন  আতাউর রহমান মিল্টন,সাধারণ সম্পাদক বিএসএএফই ফাউন্ডেশন। মূল  প্রবন্ধ  উপস্থাপন  করেন  ড.  দেবাশিস  মজুমদার  সিনিয়র  রিসার্স  সাইন্টিটস। মুল  প্রবন্ধের  ওপর  আলোচনা  করেন  সাবেক  কৃষি  সচিব  আনোয়ার ফারুক। বিশেষ  অতিথি  হিসেবে  উপস্থিত  ছিলেন  মো:  নাসিরুজ্জামান, সচিব কৃষি মন্ত্রণালয়।এ সময় আরো উপস্থিত ছিলেন,মোহাম্মদ গিয়াস উদ্দিনন জনসংযোগ কর্মকর্তা।

প্রাইভেট ডিটেকটিভ/২৭ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর