December 21, 2024, 7:14 pm

সংবাদ শিরোনাম
পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায় যশোরে জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অনুষ্ঠানের ভিডিও নিয়ে তোলপাড় পটুয়াখালীতে রাখাইনদের ধান লুটের ঘটনা মিথ্যে দাবী করে যুবদল নেতার মানববন্ধন ভারত সীমান্তের ইছামতী নদীর তীর থেকে ৩ বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার সেন্টমার্টিন দ্বীপে শতাধিক ইট-পাথরের স্থাপনা : ২০৪৫ সালের মধ্যেই সাগরে তলিয়ে যাবার আশংকা

মাদক থেকে তরুণদেন রক্ষা করতে হবে : সিংড়ায় প্রতিমন্ত্রী পলক

মাদক থেকে তরুণদেন রক্ষা করতে হবে : সিংড়ায় প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, মাদক সকল অপরাধের মূল। দেশ ও জাতিকে মাদক থেকে রক্ষা করতে হবে, এজন্য সমাজের সবাইকে দায়িত্ব নিতে হবে। অভিভাবকদের পাশাপাশি সমাজের সবাইকে সচেতন হতে হবে, মাদক দ্বারা কেউ আসক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মেধাবী, প্রযুক্তি নির্ভর, তারুণ্যদীপ্ত প্রজন্ম গড়তে হবে।

তিনি বলেন, মাদকসেবীরা দেশ ও জনগণের শত্রু, কারণ মাদক সকল অপরাধের মুল। মাদক ব্যবসায়ী, সেবনকারী সবার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, প্রশাসনকে তথ্য দিতে হবে। তথ্য দিতে ফোন করতে হবে জরুরি নম্বর ০৯৬১২০০০২২২। প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে মাদকমুক্ত কমিটি সচেতনতায় কাজ করবে।

প্রতিমন্ত্রী রবিবার (১লা অক্টোবর) সকাল ১১ টায় নাটোরের সিংড়া উপজেলা মাদকমুক্ত সিংড়া বাস্তবায়ন কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। এসময় তিনি আরো বলেন, বাঙালির বিজয়ের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, সে ইতিহাসকে কলঙ্কিত করা যাবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মাদকের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।

সিংড়া মাদকমুক্ত বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মতিয়ার মিলনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, গোল-ই আফরোজ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আতিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বিশ্ব নাথ দাস কাশিনাথ, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদ, সিংড়া থানার ওসি আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওদুদ মোল্লা, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা প্রমুখ। পরিচালনা করেন, গোলই আফরোজ সরকারি কলেজের জিএস বেলায়েত হোসেন।

Share Button

     এ জাতীয় আরো খবর