নলডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবতজীবন কারাদন্ড
মোঃ সালমান হোসাইন
নাটোরের নলডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামী শামসুল শেখকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার (২রা অক্টোবর) দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত শামসুল শেখ বাশিলা কাচারী বাজার এলাকার সাহাদত শেখের ছেলে ।
মামলার বিবরনীতে জানা যায়, ২০১৫ সালের ২৬ আগষ্ট সন্ধ্যায় পারিবারিক কলহে শামসুল শেখ তার স্ত্রী উম্মে বেগমকে বেধড়ক মারপিটে আহত করে। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা সদর হাসপাতালে ভর্তি করে। পরের দিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এঘটনায় নিহতের বড় ভাই ওসমান গণি ২৭ আগষ্ট ২০১৫ বাদী হয়ে শামসুল শেখকে বাদি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দীর্ঘ শুনানী শেষে আজ বিচারক এ রায় দেন।