October 11, 2024, 4:36 am

সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪)

বগুড়া শহীদ টিটুমিলনায়তনে চিত্তাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

সাখাওয়াত হোসেন,মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ

গতকাল সন্ধ্যায় বগুড়া শহীদ টিটুমিলনায়তনে স্মৃষ্টি মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠা বার্ষীকী উপলক্ষে চিত্তাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শ্রী পরিমল প্রসাদ রাজের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খাঁন রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেস্লা নিউরোসাইন্স ও জেনারেল হসপিটাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারের চেয়ারম্যন নকশী তাবাছ্ছুম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম বদিউজ্জামান, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, মনোয়ার ইসলাম, লায়ন্স আব্দুল মমিন, হাসিবুল হাসান মুন, হাওলাদার ইদরীস, প্রভাষক এ,এইচ,এম সুলতান মাহমুদ (প্রিন্স), মোহাম্মদ আলী বাবু, আতাউর রহমান আতা, রাশেদুল আলম শাওন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাসিফ হাসান খাঁন। এ সময় উপস্থিত ছিলেন, সৃষ্টি মাল্টিমিডিয়ার সভাপতি এবিএম সিদ্দিক, সহ-সভাপতি ও সাংবাদিক শহিদুল ইসলাম আকাশ, সাংবাদিক সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জোবাইল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান রবি। অনুষ্ঠানটি তেস্লা নিউরোসাইন্স ও জেনারেল হসপিটাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারের সৌজন্যে পরিচালিত হয়।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ জুন ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর