October 11, 2024, 6:35 am

সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪)

কেশবপুরের মানসিক প্রতিবন্ধি রোকেয়া বেগম ১ মাস যাবৎ নিখোঁজ

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর(যশোর) থেকেঃ

যশোরের কেশবপুর উপজেলার মোমিনপুর গ্রামের মৃত গোলাম আলীর পূত্র হাসান আলীর স্ত্রী মানসিক রোগী রোকেয়া বেগম (৪৮) ১ মাস যাবৎ নিখোঁজ রয়েছে।
কেশবপুর থানায় জিডি সূত্রে জানাগেছে, উপজেলার মোমিনপুর গ্রামের মৃত গোলাম আলীর পূত্র হাসান আলীর স্ত্রী মানসিক রোগী রোকেয়া বেগম গত ১৯-০৫-২০১৯ তারিখে তাঁর বড় মেয়ে আছিয়া বেগমের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। কিন্তু তিনি মেয়ের বাড়িতে যাননি। তারপর থেকে আত্তীয়-স্বজন বাড়ি সহ সকল সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজির পরও রোকেয়া বেগম-কে পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার সময় রোকেয়া বেগমের পরনে ছিল ঘিয়ে ছাপার বল প্রিন্ট জামদানী শাড়ী, পায়ে ছিল পঞ্চ সেন্ডেল, তাঁর উচ্চতা ৪ ফুট ৭ ইঞ্চি, মুখমন্ডল লম্বাটে, গায়ের রং ফর্সা ও মাথার চুল মাঝারী কাঁচা-পাঁকা। এব্যাপারে হাসান আলী তাঁর স্ত্রী রোকেয়া বেগম নিখোঁজ হওয়ার বিষয়ে কেশবপুর থানায় একটি জিডি করেন যার নং ৩৭০, তারিখ ১০/০৬/২০১৯। যদি কোন স্বহৃদয় ব্যক্তি রোকেয়া বেগমের সন্ধান পান তবে নিকটস্থ থানা কর্তৃপক্ষকে অবহিত করা সহ ০১৭৪৬-০৭৫১৮০ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য তাঁর স্বামী হাসান আলী আহ্বান জানিয়েছেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ জুন ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর