December 21, 2024, 7:08 pm

সংবাদ শিরোনাম
পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায় যশোরে জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অনুষ্ঠানের ভিডিও নিয়ে তোলপাড় পটুয়াখালীতে রাখাইনদের ধান লুটের ঘটনা মিথ্যে দাবী করে যুবদল নেতার মানববন্ধন ভারত সীমান্তের ইছামতী নদীর তীর থেকে ৩ বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার সেন্টমার্টিন দ্বীপে শতাধিক ইট-পাথরের স্থাপনা : ২০৪৫ সালের মধ্যেই সাগরে তলিয়ে যাবার আশংকা

মেহেন্দিগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আওয়ামিলীগ নেতা খুন

মোঃ রিপন,বরিশাল জেলাপ্রতিনিধিঃ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি কোপে ফখরুল হাওলাদার (৪৫) নামে একআওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। গত শনিবার  বেলা  ১১ টার  দিকে বাসার অদূরে তাকে কুপিয়ে ফেলোরাখা হয়। পরবর্তীতে  রক্তাক্ত  অবস্থায়  তাকে  উদ্ধার  করে  স্পিডবোটেযোগে  বরিশালে  নিয়ে  আসার পথে  তিনি  মারা গেছেন।ফখরুল  হাওলাদার  মেহেন্দিগঞ্জ  সদর  ইউনিয়নের  চরহোগলা  ২  নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণসম্পাদক ও একই ওয়ার্ডের সাবেক মেম্বর।ঘটনাপ্রত্যক্ষদর্শীরা জানায়- শনিবার বেলা ১১টার দিকে পূর্ব বিরোধকে কেন্দ্র করে স্থানীয় যুবকশরিফের সাথে আ’লীগ নেতা ফখরুল হাওলাদারের বাকবিতণ্ডা হয়। এতে শফির ক্ষুব্ধ হয়ে সহযোগীপক্কি দফাদার, ইসমাল বাঘা, ওমর, উজ্জল ও ফারুকসহ ১২ থেকে ১৩ জনকে সাথে নিয়ে তার ওপরহামলা করে। এক পর্যায়ে  ধারালো  দা  দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফখরুলকে বাঘাবাড়ি মসজিদেরসামনে সড়কে ফেলে রাখে।খবর  পেয়ে  তার  ভাই  একই  ওয়ার্ডের  বর্তমান  মেম্বর  হুমায়ন  হাওলাদারসহ  আরও ৪ থেকে ৫ ব্যক্তিতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে  তার  শারীরিক অবস্থার  অবনতি  ঘটলে  উন্নত  চিকিৎসার  জন্য  বরিশাল শের-ই  বাংলা  মেডিকেল  কলেজ  (শেবাচিম) হাসপাতালের  উদ্দেশে  স্পিডবোটযোগে নিয়ে যাওয়া হয়। কিন্তু  নদীপথের  কিছুটা  পাড়ি  দেওয়ার  পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।সংশ্লিষ্ট  মেহেন্দিগঞ্জ  থানার  ভারপ্রাপ্ত  কর্মকর্তা  (ওসি) আবিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু সন্ত্রাসীরা দ্রুত স্থান  ত্যাগ  করার  তাদের  আটককরা  সম্ভব হয়নি। নিহত আ’লীগ নেতার মরহেদ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই  বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।সেই  সাথে  এই  ঘটনায়  একটি  হত্যা  মামলা  গ্রহণের  প্রস্তুতি ও  নেওয়া  হয়েছে  জানান  ওসি।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ জুন ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর