March 20, 2025, 9:10 pm

সংবাদ শিরোনাম
মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর নাইক্ষ্যংছড়ি বিজিবির ধারাবাহিক অভিযানে ১৯ লাখ টাকার বার্মিজ গরু ও সুপারি জব্দ,

মেহেন্দিগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আওয়ামিলীগ নেতা খুন

মোঃ রিপন,বরিশাল জেলাপ্রতিনিধিঃ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি কোপে ফখরুল হাওলাদার (৪৫) নামে একআওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। গত শনিবার  বেলা  ১১ টার  দিকে বাসার অদূরে তাকে কুপিয়ে ফেলোরাখা হয়। পরবর্তীতে  রক্তাক্ত  অবস্থায়  তাকে  উদ্ধার  করে  স্পিডবোটেযোগে  বরিশালে  নিয়ে  আসার পথে  তিনি  মারা গেছেন।ফখরুল  হাওলাদার  মেহেন্দিগঞ্জ  সদর  ইউনিয়নের  চরহোগলা  ২  নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণসম্পাদক ও একই ওয়ার্ডের সাবেক মেম্বর।ঘটনাপ্রত্যক্ষদর্শীরা জানায়- শনিবার বেলা ১১টার দিকে পূর্ব বিরোধকে কেন্দ্র করে স্থানীয় যুবকশরিফের সাথে আ’লীগ নেতা ফখরুল হাওলাদারের বাকবিতণ্ডা হয়। এতে শফির ক্ষুব্ধ হয়ে সহযোগীপক্কি দফাদার, ইসমাল বাঘা, ওমর, উজ্জল ও ফারুকসহ ১২ থেকে ১৩ জনকে সাথে নিয়ে তার ওপরহামলা করে। এক পর্যায়ে  ধারালো  দা  দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফখরুলকে বাঘাবাড়ি মসজিদেরসামনে সড়কে ফেলে রাখে।খবর  পেয়ে  তার  ভাই  একই  ওয়ার্ডের  বর্তমান  মেম্বর  হুমায়ন  হাওলাদারসহ  আরও ৪ থেকে ৫ ব্যক্তিতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে  তার  শারীরিক অবস্থার  অবনতি  ঘটলে  উন্নত  চিকিৎসার  জন্য  বরিশাল শের-ই  বাংলা  মেডিকেল  কলেজ  (শেবাচিম) হাসপাতালের  উদ্দেশে  স্পিডবোটযোগে নিয়ে যাওয়া হয়। কিন্তু  নদীপথের  কিছুটা  পাড়ি  দেওয়ার  পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।সংশ্লিষ্ট  মেহেন্দিগঞ্জ  থানার  ভারপ্রাপ্ত  কর্মকর্তা  (ওসি) আবিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু সন্ত্রাসীরা দ্রুত স্থান  ত্যাগ  করার  তাদের  আটককরা  সম্ভব হয়নি। নিহত আ’লীগ নেতার মরহেদ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই  বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।সেই  সাথে  এই  ঘটনায়  একটি  হত্যা  মামলা  গ্রহণের  প্রস্তুতি ও  নেওয়া  হয়েছে  জানান  ওসি।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ জুন ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর