May 29, 2024, 1:54 pm

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

জনসমর্থন নেই বলেই উপজেলা নির্বাচনে আসবে না বিএনপি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জনসমর্থন নেই বলেই উপজেলা নির্বাচনে আসবে না বিএনপি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপির জনসমর্থন নেই বলেই উপজেলা নির্বাচনে আসবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির অংশ না নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি দিয়ে তো রাজনীতি চলে না, গণতন্ত্রও চলে না। গণতন্ত্র সাধারণ মানুষের হাতে। কেউ যদি নির্বাচনে না আসে তাহলে তাদের জনসমর্থন নেই জেনেই তারা নির্বাচনে আসবে না। তবে, তারা নির্বাচনে এলে আমরা স্বাগত জানাবো। গতকাল বুধবার দুপুর আড়াইটায় সাভারের আশুলিয়ায় অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত দেশি মুরগি সংরক্ষণ ও উন্নয়ন- শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক ড. নাথু রাম সরকার। এসময় প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু আরো বলেন, আমাদের দেশে মুরগির তুলনায় ডিমের অনেক ঘাটতি রয়েছে। তাই আমাদের দেশের খামারিদের দেশি মুরগি পালনে উৎসাহী করতে হবে। একসময় দেখা যাবে, আমাদের দেশের মুরগি ও ডিম বিদেশে রপ্তানি হবে। নিজের মন্ত্রণালয় নিয়ে তিনি বলেন, আমার মন্ত্রণালয়ের ভেতরের খবর আমি জানি না কিন্তু প্রধানমন্ত্রী ঠিকই জানেন। দুর্নীতিতে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আমরা দুর্নীতির সঙ্গে আপোশ করি না, করবো না। বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এনাম বলেন, আমাদের ছোট দেশের ছোট ভূমি, এখানে জনসংখ্যা অনেক। তাই দেশি মুরগির উৎপাদন বাড়াতে হবে। আমাদের দেশের উৎপাদিত পণ্য আমরা খাবো, ভালোটা খাবো। প্রধানমন্ত্রী ও আমি বিএলআরআই’র জন্য গর্বিত। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম ম-ল, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. হীরেশ রঞ্জন ভৌমিক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে।

Share Button

     এ জাতীয় আরো খবর