December 22, 2024, 6:08 pm

সংবাদ শিরোনাম
পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান যশোরে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১ পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায়

জনবিচ্ছিন্ন সরকার অনেক আগেই দেশবাসির কাছে অযোগ্য হয়ে পড়েছে : সাবেক এমপি মিলন

জনবিচ্ছিন্ন সরকার অনেক আগেই দেশবাসির কাছে অযোগ্য হয়ে পড়েছে : সাবেক এমপি মিলন
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)


বিএনপি জাতিয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, জনবিচ্ছিন্ন আওয়ামী সরকার অনেক আগেই দেশবাসির কাছে অযোগ্য হয়ে পড়েছে। এজন্যে হত্যা-গুম করে সরকার নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার অপষ্ঠো চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, হাসিনা সরকার বিনা ভোটে আবারো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তিনি আগামী জাতীয় নির্বাচন সহায়ক সরকারের দিতে বাধ্যকরা হবে। শনিবার (১১নভেম্বর) ছাতকে বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচীর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের কিবরিয়া সেন্টারে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। এসময় উপজেলা ও পৌর বিএনপির আব্দুর রহমান, ডাঃ আফসার উদ্দিন, খলিলুর রহমান মানিক, ইমতিয়াজ আলী, সামছুর রহমান বাবুল, আবুল হোসেন, খায়ের উদ্দিন, মানিক মিয়া, কবির আহমদ, আব্দুল¬াহ মিয়াসহ বেশ ক’জন সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য হয়েছেন। সদস্য পদ নবায়ন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীর। উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম, হিফজুল বারী শিমুল, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামসুর রহমান বাবুল ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়জুল আহমদ পাবেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি, ওয়াকিবুর রহমান গিলমান, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম, সহ-সভাপতি রেজাউল হক, সামছুল হক নমু, অ্যাড. শেরে নুর আলী, আবুল কালাম আজাদ, কৃষকদল কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ডা. আফসার উদ্দিন, বিএনপি নেতা খলিলুর রহমান মানিক, আব্দুর রহমান, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মেনাজ্জির হোসেন সুজন, নুর হোসেন, নজরুল ইসলাম, বিএনপি নেতা আলতাবুর রহমান খছরু, শাহ শফিকুল আলম মতি, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা, এসএম লায়েক শাহ, কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, দোয়ারা বিএনপি নেতা হারুন মিয়া, ইসমাইল হোসেন, ডাঃ আলম শিকদার, বিএনপি নেতা বাবুল মিয়া মেম্বার, মনির উদ্দিন মেম্বার, জাহেদুল ইসলাম আবাব, এড. আব্দুল কাহার, পীর ছায়াদুর রহমান, আতাউর রহমান এমরান, আশকর আলী লাভু, আব্দুল মমিন, আব্দুল আলিম, ছায়াদুজ্জামান, এনামুল কবির, শামীম আলম নুমান, মাসুদ রানা হিরন, হাজী আসিদ আলী, হাজী কদরুল ইসলাম, শ্রমিকদল নেতা শফি উদ্দিন, মুজাম্মেল হক রুহেল, সেচ্ছাসেবক দলের আবুল হোসেন, যুবদল নেতা সাজ্জাদ হোসেন, জইন উদ্দিন আহার, আব্দুল করিম চন্দন, আলী আশরাফ তাহিদ, এমরান আহমদ, গোলাম মোস্তফা, খায়ের উদ্দিন, তারেক আহমদ, লিজন তালুকদার, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল-মুমিন, আব্দুল মুনিম মামনুন, সোহেল আহমদ, ইসমাঈল হোসেন ছানী প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজি মাওলানা আব্দুস সামাদ। অনুষ্টানে স্থানীয় শিল্পীদের উদ্যোগে জাতীয় সংগীত, দলীয় সংগীত ও রন সংগীত পরিবেশন করা হয়। প্রধান অতিথি উপজেলার ১৩ইউনিয়নে ও পৌরসভার সকল ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়নের তারিখ ঘোষনা করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর