December 21, 2024, 9:47 pm

সংবাদ শিরোনাম
পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায় যশোরে জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অনুষ্ঠানের ভিডিও নিয়ে তোলপাড় পটুয়াখালীতে রাখাইনদের ধান লুটের ঘটনা মিথ্যে দাবী করে যুবদল নেতার মানববন্ধন ভারত সীমান্তের ইছামতী নদীর তীর থেকে ৩ বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার সেন্টমার্টিন দ্বীপে শতাধিক ইট-পাথরের স্থাপনা : ২০৪৫ সালের মধ্যেই সাগরে তলিয়ে যাবার আশংকা

হত্যা মামলায় দৃষ্টিপ্রতিবন্ধীসহ ২ জনের যাবজ্জীবন

হত্যা মামলায় দৃষ্টিপ্রতিবন্ধীসহ ২ জনের যাবজ্জীবন

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

 

জাতীয় অন্ধ সংস্থার সদস্য ইদ্রিস আলী হত্যা মামলায় দৃষ্টিপ্রতিবন্ধী চুন্নু সরদারসহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাইদ আহম্মেদ এ রায় দেন। যাবজ্জীবন দ-প্রাপ্ত আরেক আসামি হলেন নাসিমা আক্তার। এ ছাড়া মামলার আরেক আসামি দৃষ্টিপ্রতিবন্ধী রনি তালুকদারকে সাত বছরের কারাদ- দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দৃষ্টিপ্রতিবন্ধী আইয়ুব আলী ও মিনহাজকে খালাস দিয়েছেন আদালত। ২০১১ সালের ৬ জুলাই রাজধানীর চকবাজার থানাধীন বকশীবাজার এলাকায় অন্ধ সংস্থার কার্যালয়ে ডেকে নিয়ে ইদ্রিস আলীকে হত্যা করা হয়। এর আগে একই বছর জানুয়ারি মাসে খুন হন সংস্থাটির মহাসচিব খলিলুর রহমান। সেই মামলার আসামি ছিলেন ইদ্রিস আলী। এ ঘটনায় নিহতের মেয়ে বিলকিস বেগম বাদী হয়ে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। খলিলুর রহমান হত্যার প্রতিশোধ নিতেই আসামিরা ইদ্রিস আলীকে হত্যা করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরবর্তীকালে মামলার তদন্ত শেষে ২০১৪ সালের ১ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মামলা পরিচালনা করেন। তিনি জানান, রায়ের আগে বিচারক ১৭ জনের সাক্ষ্য নেন।

Share Button

     এ জাতীয় আরো খবর