ডিটেকটিভ নিউজ ডেস্ক
বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটর বেলাল হোসেন (৩৫)নামের এক পুলিশ সদস্য (কনঃ নং-২০৪) নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে শাহজাহানপুর উপজেলার নতুন থানা ভবনের সামনে বিপরীত মুখী একটি ট্রাক ধাক্কায় মর্মান্তিক ঘটনাটি ঘটে। তিনি শেরপুর থানায় কর্মরত ছিলেন। নিহত বেলাল হোসেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের মুহা মফিজ উদ্দিনের ছেলে। শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) বুলবুল বিষয়টি নিশ্চিৎ করে সংবাদ সংস্থা এফএনএসকে জানান, কনষ্টেবল (নিরস্ত্র) বেলাল হোসেন থানা থেকে তার মোটর সাইকেলে করে সরকারী ডাক ডিউটিতে বগুড়ায় যাচ্ছিলেন। সকাল আনুমানিক পোনে ৯টার দিকে পথিমধ্যে তিনি মোটর সাইকেল নিয়ে ঢাকা -বগুড়া শাহজাহানপুর উপজেলার নতুন থানা ভবনের সামনে পৌছলে বিপরীত মুখী একটি দ্রুতগামী ট্রাক সামনে থেকে তার মোটর সাইকেলকে আঘাত করে। এতে করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পরই ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাক সহ এর হেলাপারকে আটক করে পুলিশ।বগুড়া পুলিশ লাইনে জানাজা নামাজ শেষে তার মৃতদেহ তার গ্রামের বাড়ীতে পাঠানো হবে এমনটি নিশ্চিৎ করেছেন জেলা পুলিশের একটি দায়িত্বশীল।