October 10, 2024, 3:18 am

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

যাত্রা শুরু স্বপ্নডানা’র

মাজেদ মুকুলঃ

রাজধানীর নজরুল একাডেমি মিলনায়তনে ‘স্বপ্নডানা’ সাহিত্যপ্রকাশ-এর উদ্যোগে গত শনিবার এক সাহিত্য-সমপ্রীতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট কথাসাহিত্যিক, সাবেক যুগ্মসচিব আফরোজা পারভীনের সভাপতিত্বে ও কবি আতিক হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ্যাপক হাজেরা নজরুল।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী ও কবি বদরুল আহসান খান এবং কথাসাহিত্যক মাহবুবুল হক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অর্ধশত লেখক-সাহিত্যিক স্বরচিত  লেখা পাঠ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত সকলের সম্মতিক্রমে কবি জাফর পাঠানকে সভাপতি ও জেসমিন রুমিকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের স্বপ্নডানা সাহিত্যপ্রকাশ-এর একটি কমিটি গঠন করা হয়। সেইসাথে উপস্থিত বিশিষ্টজনদের নিয়ে একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়, যার সদস্যরা হলেন— অধ্যাপক হাজেরা নজরুল, বদরুল আহসান খান, মাহবুবুল হক, আফরোজা পারভীন, মিন্টু রহমান, সাঈদ আহমদ আনীস, আলাউদ্দীন গাজী, আসলাম প্রধান, নাসির হেলাল, ময়েজ মোহাম্মদ, শামীমা চৌধুরী, আল হাফিজ, মাহাবুবা লাকি, সৈয়দ আসাদুজ্জামান সুহান, আকবর মোহাম্মদ, এডভোকেট লুত্ফুল আহসান বাবু, অধ্যক্ষ তোফায়েল আহাম্মেদ তানজীর, মমতাজ খান।
২১ সদস্যের নির্বাহী কমিটিতে রয়েছেন— সভাপতি জাফর পাঠান, সহসভাপতি মোহাম্মদ রবিউল হোসেন, সিদ্দিক আহমেদ, মীনা উজ্জ্বল। সাধারণ সম্পাদক জেসমিন রুমি। যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আদর, সাঈদ জোবায়ের। সাংগঠনিক সম্পাদক শাহজাহান মোহাম্মদ। সাংস্কৃতিক সম্পাদক সরদার আব্বাস। নির্বাহী সদস্য আতিক হেলাল, মকবুল হোসেন বকুল, আলমগীর  হোসেন খান, মুহম্মদ ওবায়দুল্লাহ, নাঈম আল ইসলাম, মামুন আবদুল্লাহ, আফরোজা বেগম, শাহনাজ খান, হাসান রুহুল, বিমল সাহা, সৈয়দা উলফাত্, জালাল সিকদার, নুজহাত জেরিন।
এছাড়া, প্রথম সভায় উপস্থিত ব্যক্তিগণ সদস্য হিশেবে থাকবেন। তাঁরা হলেন : আবিদ আজম, খন্দকার আতিক, আহসান হাবিব সাগর, জুলফিকার স্বপন, রেজা সেলিম, মুহম্মদ ইউসুফ, মোহাম্মদ মোমেন মিয়া, মঞ্জুরী রানী রায়, ফাতিমা জহুরা ময়না, জিয়াউল হক, মির্জা আনোয়ার পারভেজ, আবদুস সালাম চৌধুরী, পুলিন চক্রবর্তি, মাহবুবুল আলম, জাফর আহমদ, মাহতাবুল আলম প্রমুখ।
 প্রাইভেট ডিটেকটিভ/৬মে২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর