মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজের ধৃষ্টতা দেখালেন এক অটোরিকশা ( মৌলভীবাজার-থ-১১-৪৮৪৯) চালক। জানা গেছে- গত ১৪ মার্চ বিকালে জেলার কুলাউড়া উপজেলার ব্রাম্মন বাজার থেকে যাত্রী নিয়ে অটোরিকশা চালক (সিতু মিয়া ড্রাইভার, রায়শ্রী) মৌলভীবাজারে উদ্যেশ্যে আসার পথে বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে অকথ্য ভাষায় (শেখ হাসিনা—-মা—- প্রকাশ অযোগ্য) গালিগালাজ করেন। একাধিকবার তাকে এভাবে গালিগালাজ না করার জন্য অনুরোধ জানালে তিনি পুনরায় গালি দিয়ে তার নিজ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দদের সুবিধাভোগী নেতা বলে সমালোচনা করেন। মৌলভীবাজার সদর চাঁদনীঘাট ষ্ট্রেন্ডে এসে গাড়ী চালক এর নাম ও তার পরিচয় জানতে চাইলে সে জানায় তার নাম সিতু মিয়া, গ্রামের বাড়ী রায়শ্রী, মৌলভীবাজার সদর। এ ব্যপারে আজ ১৬ মার্চ সন্ধায় মুঠোফোনে শ্রমিক সংগঠনের নেতা দিপু জানান- এমন বেয়াব কে ? আমি খোঁজ নিয়ে দেখছি।
প্রাইভেট ডিটেকটিভ/১৭মার্চ২০১৮/ইকবাল