প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘একটি বিশ্বাসযোগ্য নির্বাচন এবং জাতীয় সংসদ—এ দুটোই আগামীতে প্রধানমন্ত্রীর জন্য বড় চ্যালেঞ্জ।’ গতকাল বিকালে রাজধানীর কুড়িল বিশ্বরোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন। বি চৌধুরী বলেন, ‘দেশে আজ নির্বাচনের কথা উঠেছে। নির্বাচনী আবহাওয়ায় আমরা দেখি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রায় আড়াই কোটি টাকার একটি মামলায় জেল দেওয়া হয়েছে। এ মামলায় যে রায় দেওয়া হয়েছে সে বিষয়ে আমি কিছু বলব না। এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। তবে এটি সত্য যে, আদালত যদি নির্দেশনা দিতেন যে, একটি ট্রাস্ট গঠন করে সুদসমেত পুরো টাকাটাই তাতে ব্যয় করা হোক, এতে আমি সন্তুষ্ট হতাম। এ বিষয়ে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’ সভায় বক্তৃতা করেন দলের মহাসচিব মেজর আবদুল মান্নান (অব.), কেন্দ্রীয় নেতা মঞ্জুর মোরশেদ, যুক্তরাজ্য শাখার সভাপতি আলহাজ অহিদ উদ্দিন, ওয়াসিমুল ইসলাম, জানে আলম হাওলাদার, আসাদুজ্জামান বাচ্চু, মো. শাহ আলম, রাকিব হাসনাত, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/২৩ ফ্রেরুয়ারী ২০১৮/ইকবাল