January 18, 2025, 5:30 am

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার #বাউ_মুরগি চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আগুন :নিহত এক শিশু পরিকল্পিত দাবী রোহিঙ্গাদের তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগ ও এমজিবি’র উদ্যোগে নগর কৃষির প্রসার সিলেট সিমান্তে ০২ জন ভারতীয় নাগরিক আটক হিলিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা বেনাপোলে পুলিশের অভিযানে ভারতীয় ফেনসিডিল সহ আটক-১ লামায় শ্যালকের পিটুনিতে দুলাভাইের মৃত্যু ইসলামপুরে ৮ দফা দাবিতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জােটের মানববন্ধন সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের

ইসলামপুরে ৮ দফা দাবিতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জােটের মানববন্ধন

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)সংবাদদাতা: ঐক্যই শক্তি,ঐক্যই মুক্তি এই আলোকে জামালপুরের ইসলামপুরে বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ী করা, প্রভিডেন্ট ফান্ড চালুসহ ৮ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৭জানুয়ারি) ইসলামপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট ইসলামপুর উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ সর্ববৃহৎ অরাজনৈতিক বাস্তবমুখী জাতীয় পেশাজীবি সংগঠন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটকে শ্রম মন্ত্রনালয় থেকে ট্রেড ইউনিয়নে নিশ্চিত করা, মূল বেতন ২০ হাজার, বাড়ি ভাড়া ৬ হাজার, চিকিৎসা ভাতা ৩ হাজার, টিএ ডিএ মার্কেট অনুযায়ী, সকল কোম্পানীর চুক্তি ভিক্তিক নিয়োগ বাতিল করা, ৮ দফা দাবির আদলে স্থায়ী নিয়োগ প্রদান করা, সকল বিক্রয় প্রতিনিধিদের জন্য প্রফিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি শেয়ার, কর্ম দক্ষতার ভিত্তিতে প্রমোশন নিশ্চিত করণ, বছরে ১০% হারে বেতন বৃদ্ধি, কোন বিক্রয় প্রতিনিধিকে চাকুরীচ্যুত করলে অগ্রীম ৩ মাসের বেতন প্রদান, কর্মরত অবস্থায় কেউ দূর্ঘটনায় আহত হলে বা কোন কঠিন রোগে আক্রান্ত হলে তার সকল চিকিৎসার ব্যয় কোম্পানির বহন করা, কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করলে তার পরিবারকে নগদ ১০ লক্ষ টাকা প্রদানসহ শেষ কার্যের আর্থিক সকল ব্যয় বহন করা,
সরকারি নিয়ম অনুযায়ী ইদুল ফিতর, ইদুল আযহা ও পহেলা বৈশাখে উৎসব বোনাস হিসাবে মূল বেতনের সমপরিমান বোনাস প্রদান করা, শুক্রবার সাপ্তাহিক ছুটি সহ সকল সরকারি ছুটি এবং সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাজের সময় নিশ্চিত করা, অতিরিক্ত কাজ করলে ওভার টাইমের টাকা প্রদান করা, অনৈতিক টার্গেট দিয়ে বাড়তি প্রেশার দিয়ে ও সৌজন্যমূলক আচরণ বন্ধের দাবী জানান।

এ সময় বিক্রয় প্রতিনিধি জোটের সাবেক সাধারণ সম্পাদক এবাদুল হক, সাংগঠনিক সম্পাদক আপন শাহ, সদস্য সচিব একরামুল হক, বিক্রয় প্রতিনিধি রাসেল সরদার, জুলফিকার আলী জুয়েল, মো: খায়রুল হুদা, দেলােয়ার হোসেন, এস.এম ইদ্রিস আলী মিলন, আব্দুলাহ আল মামুন রেনু, আকরামুল, মেহেদী হাসান রিয়াদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর জামালপুর।

Share Button

     এ জাতীয় আরো খবর