জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ::
সিলেটের জৈন্তাপুরে বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা অভিযানে ২০৮ বোতল বিদেশি মদ সহ ১জনকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ই নভেম্বর) সকাল সাড়ে ৭ টায় উপজেলার শিকার খাঁ গ্রামে অভিযান চালায় গোয়েন্দা টিম।
বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিদর্শক মো. মামুনুর রশীদের নেতৃত্বে সঙ্গীয় গোয়েন্দা টিম সদস্যরা বিলাল উদ্দিনের বাড়ীতে তল্লাশি চালায়। বিলালের শয়নকক্ষের পাশের চৌকির নিকট হতে ৯টি সিনথেটিক ব্যাগ হতে মোট ২০৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এসময় ফতেপুর ইউনিয়নের শিকারখাঁ গ্রামের ইনচান আলীর ছেলে বিলাল উদ্দিন (২৮) কে আটক করে।
উপ-পরিদর্শক মো. মামুনুর রশীদ বলেন, মাদক উদ্ধারের ঘটনায় তিনি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জৈন্তাপুর মডেল থানার ১জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আটক আসামিকে জৈন্তাপুর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, আটক আসামিকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।