পটুয়াখালী) প্রতিনিধি:
১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াল ঘুর্ণিঝড় ও জলোচ্ছাসের তান্ডবে নিহত উপকূলবাসীর স্মরণে সোমবার সন্ধ্যার পরে কলাপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। এসময় নিহতদের সম্মানে নীরবতা পালন করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর আয়োজনে প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক হুমায়ুন কবির, আমরা কলাপাড়াবাসীর সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা এই দিনটিকে উপকূল দিবস ঘোষণার জন্য অন্তর্বতিকালীন সরকারের কাছে দাবি জানান। এছাড়া উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি জানান।