January 24, 2025, 5:59 pm

সংবাদ শিরোনাম
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব নাসির আহমদ শাহিনের পক্ষ থেকে অনূর্ধ্ব ১৪ ক্রিকেট দলের খেলোয়াড় ও অফিসিয়ালদের আপার প্রদান লক্ষ্মীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন চট্টগ্রামে সাড়ে ৭ লাখ টাকার বিদেশি সিগারেটসহ যুবক গ্রেপ্তার চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা অ্যালাউন্স প্রদানের অসম্মতি আদেশ প্রত্যাহার এবং নিয়োগে বৈষম্য দূরীকরণের দাবিতে বিক্ষোভ দীর্ঘ ১৫ বছর পরে জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে হিলিতে জামায়াতের মিছিল নীলফামারীতে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ গৌরনদীতে মিথ্যা মামলা থেকে অব্যহতি পেলেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির শেরপুরে বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার বই জব্দ! আটক সাদুল্লাপুরে অপরাধের উর্ধ্বগতি, জনমনে উদ্বেগ

মণিপুরী মহারাসলীলা উৎসবে নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সজাগ সেনাবাহিনী

মৌলভীবাজার প্রতিনিধি;

মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী (১৫ নভেম্বর) অনুষ্ঠিত যাচ্ছে মণিপুরী সম্প্রদায়ের ১৮২ তম ধর্মীয় উৎসব মহারাসলীলা।এই উৎসবকে আনন্দমুখর করে তুলতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

এদিকে ব্যাপক লোকসমাগমের বিষয়টি মাথায় রেখে নির্বিঘেœ মহারাসলীলা উৎসব সম্পন্ন করতে নানামুখী উদ্যোগ হাতে নিয়ে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী।

তারই অংশ হিসেবে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে মণিপুরী ললিতকলা একাডেমি ও এর আশপাশের এলাকা পরিদর্শন করেন সেনাবাহিনীর ৩৬ সদস্যের একটি দল। এতে নেতৃত্ব দেন, সেনাবাহিনীর শ্রীমঙ্গল ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্যাপ্টেন সাজ্জাদ। এসময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন নিয়ামূলসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা।

পরিদর্শনকালে সেনাবাহিনীর সদস্যদের ওই এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং মহারাসলীলা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে কথা বলেন। এছাড়া নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আকাশে ড্রোন ক্যামেরা উড়িয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করতে তাদের দেখা গেছে।

সেনাবাহিনীর সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব উপভোগ করতে স্থানীয় লোকজন ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২ লাখেরও অধিক লোকসমাগম ঘটে।

তারা জানান, এই উৎসবকে কেন্দ্র করে কেউ যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের লক্ষে সেনাবাহিনীর সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সুন্দর ও সুশৃংখলভাবে উৎসব সমাপ্ত করতে নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সজাগ রয়েছে সেনাবাহিনীর সদস্যরা।

Share Button

     এ জাতীয় আরো খবর