January 3, 2025, 6:30 am

সংবাদ শিরোনাম
সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

ডোমারে প্রধান শিক্ষকের পদ ফিরে পেতে ইউএনও’র কাছে আবেদন

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে প্রধান শিক্ষকের পদ ফিরে পেতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন তোফাজ্জল হোসেন নামের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার ও বামুনিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতির নিকট দেয়া আবেদনে তিনি জানান, উপজেলার বামুনিয়া ইউনিয়নের বামুনিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় ১৯৯৪সাল হতে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন তোফাজ্জল হোসেন। বিদ্যালয়টি ২০০২সালে এমপিও ভূক্তির আদেশ পাওয়ার পর ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ময়বুল ইসলাম স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সহায়তায় নিজেকে প্রধান শিক্ষক হিসেবে দাবি করে আসছেন। পাশাপাশি প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনকে বিদ্যালয়ে আসতে বিভিন্ন প্রকার বাধার সৃষ্টি করেন। ময়বুল ইসলাম নিজেকে প্রধান শিক্ষক এবং তালিকা থেকে প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের নাম বাদ দিয়ে ব্যানবেইস তালিকা প্রেরণ করেন। বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বিষয়টি অবগত করলে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দীর্ঘদিন বন্ধ থাকে। পরবর্তীতে আওয়ামীলীগ নেতাদের মাধ্যমে প্রধান শিক্ষকের সাক্ষর ছাড়াই অবৈধ উপায়ে শিক্ষক কর্মচারীদের সাথে ময়বুল ইসলামও সহকারী শিক্ষক হিসেবে বেতন ভাতা উত্তোলন করে আসছেন। সহকারী শিক্ষক হিসেবে বেতন ভাতা ভোগ করলেও তিনি দীর্ঘদিন ধরে নিজেকে প্রধান শিক্ষক দাবি করে ভূয়া নিয়োগ প্রদান, অনিয়ম, দুর্নীতি, স্কুলের গাছ কাটা, আসবাবপত্র বিক্রি, প্রতিবন্ধী ছাত্রীর টাকা আত্মসাৎসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার একাধিক লিখিত অভিযোগ করা হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫আগষ্ট আওয়ামীলীগ সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে গেলে বর্তমান অন্তবর্তী সরকার সকল ম্যানেজিং কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতির দায়িত্ব দেন। এসময় উপজেলা নির্বাহী অফিসারের কাছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক ময়বুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম শিক্ষক ময়বুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেন। শিক্ষক তোফাজ্জল হোসেন জানান, এতদিন দেশ কিভাবে চলেছে তা দেশের মানুষ সবাই জানেন। আমি আমার স্বীয় পদ ফিরে পেতে উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতির কাছে আবেদন জানিয়েছি। আশা করি বিষয়টির প্রতি কতৃপক্ষ সদয় দৃষ্টি দিয়ে আমার প্রধান শিক্ষকের পদ ফিরিয়ে দেবেন।

Share Button

     এ জাতীয় আরো খবর