September 28, 2024, 4:12 pm

সংবাদ শিরোনাম
মজলুম সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী’র রুহের মাগফিরাতে দোয়া অনুষ্ঠান বৈষম্যের পদভারে পিষ্ঠ নাটোরের প্রাণ এ্যাগ্রো এবং পাঁচ দিনের জন্য বন্ধ ঘোষনা সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৪ সিএনজি সহ চার ছিনতাইকারী জনতার হাতে আটক, পালিয়ে যাওয়ার সময় গাইবান্ধার সাদুল্লাপুরে গলায় রশি পেচিয়ে বৃদ্ধ মহিলার আত্মহত্যা ময়মনসিংহে ১৬৬ বস্তা জিরা ও ৩০০ পিস ভারতীয় কম্বল জব্দ, আটক ৪ চিলমারীতে সেই শিক্ষক সাময়িক বরখাস্ত হবিগঞ্জের নবীগঞ্জে হত্যা মামলার পলাতক আসামীকে কুমিল্লার ময়নামতি থেকে গ্রেফতার করেছে র‌্যাব বাগআঁচড়া-নাভারণ সড়কের বেহাল দশা,দেখার কি কেউ নেই?

সরিষাবাড়ীতে ৪ হাজার ব্যক্তির মাঝে এমপির চাল বিতরণ

সরিষাবাড়ি (জামারপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৮ টি ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১০ কেজি করে ভিজিএফের চাউল বিতরণ করেছেন এমপি প্রিন্সিপাল মো: আব্দুর রশিদ । শনিবার (১৫ জুন)সকাল ১০ টা থেকে আওনা ইউনিয়ন থেকে শুরু করে পিংনা, পোগলদিঘা, সাতপোয়া, কামরাবাদ,ভাটারা ইউনিয়ন পরিষদে সংসদীয় এলাকার এসব চালগুলো বিতরণ করা হয়। এদিন ৬টি ইউনিয়নের অসহায়, দুস্থ ও এতিমখানার হাতে ১০ কেজি করে ৩০০০ ব্যক্তির মধ্যে চাল তুলে দেন এমপি। এ ছাড়াও রবিবার (১৫ জুন) সকালে মহাদান ও ডোয়াইল ১০০০ জন ব্যাক্তিদের মধ্যেও চাল বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি এম এ গণি, সদস্য শহিদুল ইসলাম, সরিষাবাড়ী পৌর আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আল আমিন হোসাইন শিবলু,সাংবাদিক, ইউপি চেয়ারম্যান মেম্বারগণ উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চাল পেয়ে কয়েকজনে বলেন, এম্পি সাব উপস্থিত থেকে চাল দিছে আমাগোরে। আমরা খুব খুশি।
এদিকে এম্পি প্রিন্সিপাল আব্দুর রশিদ বলেন, ইউপি চেয়ারম্যান ও মেম্বার এবং আমাদের নেতারা গতকাল পর্যন্ত ভিজিএফের চাল বিতরণ শেষ করেছে। এর মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি ও উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত থেকে আলাদা ভাবে প্রতিটি ইউনিয়নে ৫০০ করে প্যাকেট দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিটি গ্রাম থেকে অসহায় ও দুস্থ ব্যক্তিদের খুজে বের করে কার্ডের মাধ্যমে চাল গুলো বিতরণ করা হচ্ছে । রবিবারের দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উল আযহার উপহার যাতে দুস্থ ও অসহায় মানুষদের ঘরে পৌছায় সেই কার্যক্রম আমরা পরিচালনা করছি।

Share Button

     এ জাতীয় আরো খবর