December 26, 2024, 12:55 pm

সংবাদ শিরোনাম
শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছাত্র সংসদ নির্বাচনের সহ ৬ দাবিতে রাষ্ট্রপ্রতিকে স্মারকলিপি প্রদান

ক্যাম্পাস প্রতিনিধিঃ

 

ছাত্র সংসদ নির্বাচন, শিক্ষার্থীদের নামে মামলা প্রত্যাহার, হামলাকারী ছাত্রলীগ নেতাদের বহিষ্কারসহ ছয় দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদের কাছে স্মারকলিপি দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট।

আজ রোববার দুপুরে ছাত্র জোটের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

দাবিগুলো হলো- অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন, প্রশ্নফাঁসের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, আন্দোলনরত শিক্ষার্থী ও প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলাকারীদের গ্রেফতার ও বিচার, বিভিন্ন ক্যাম্পাসে জোট নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের নামে দায়েরকৃত হয়রানিমূলক সব মিথ্যা মামলা প্রত্যাহার, গেস্টরুম নির্যাতন, ভর্তি ও সিট বাণিজ্য, হলে-ক্যাম্পাসে র‌্যাগিং, মাদক ব্যবসা ও সন্ত্রাস-দখলদারিত্ব বন্ধ এবং ঢাবি অধিভুক্ত সাত কলেজের সব সংকটের স্থায়ী সমাধান করা।

এর আগে চ্যান্সেলর বরাবর স্মারকলিপি প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে প্রগতিশীল ছাত্র জোটের পক্ষ থেকে বঙ্গভবন অভিমুখে একটি মিছিল বের হয়। মিছিলটি পল্টনে গেলে পুলিশি বাধার মুখে পড়ে। সেখানে জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে গোলাম মোস্তফা বলেন, শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠাসহ মাদক ব্যবসা, সন্ত্রাস-দখলদারিত্ব-র‌্যাগিং, প্রশ্নফাঁস মুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে ছাত্র জোটের আন্দোলন অব্যহত থাকবে।’

ছাত্রলীগসহ ক্যাম্পাসে যারাই ভর্তি বাণিজ্য, সিট বাণিজ্য, যৌনসন্ত্রাস করবে তাদের বিরুদ্ধে প্রশাসন এবং সরকারের কঠোর ভূমিকা গ্রহণের আহ্বান জানান তিনি।

সমাবেশ থেকে তিনি প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় ঘেরায়ের কর্মসূচি দেন। এ সময় জোটের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরেন প্রগতিশীল জোটের এই সমন্বয়ক।

এতে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির, বাংলাদেশ ছাত্র ফেডারেনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্র ঐক্য ফোরামের যুগ্ম আহ্বায়ক সরকার আল ইমরান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দফতর সম্পাদক রাশেদ শাহরিয়ারসহ প্রমুখ।

সমাবেশ শেষে প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক গোলাম মোস্তফার নেতৃত্বে ছাত্র জোটের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে চ্যান্সেলর বরাবার স্মারকলিপি প্রদান করেন বলে জানানো হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর