January 18, 2025, 2:32 am

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার #বাউ_মুরগি চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আগুন :নিহত এক শিশু পরিকল্পিত দাবী রোহিঙ্গাদের তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগ ও এমজিবি’র উদ্যোগে নগর কৃষির প্রসার সিলেট সিমান্তে ০২ জন ভারতীয় নাগরিক আটক হিলিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা বেনাপোলে পুলিশের অভিযানে ভারতীয় ফেনসিডিল সহ আটক-১ লামায় শ্যালকের পিটুনিতে দুলাভাইের মৃত্যু ইসলামপুরে ৮ দফা দাবিতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জােটের মানববন্ধন সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের

সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামীসহ ৯জন গ্রেফতার

সুমন কুমার সাহা, সারিয়াকান্দি(বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার সারিয়াকান্দিতে থানা পুলিশ সাজাপ্রাপ্ত ২জন আসামীসহ ৯জনকে গ্রেফতার করেছে । মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার কওে । গ্রেফতারকৃত দেড় বছরের সাজা প্রাপ্ত আসামী হলো সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুর রশিদ ওরফ আব্দুল ও ফুলবাড়ী গ্রামের আসাব্বর প্রামানিকের ছেলে পলাশ, ওয়ারেন্ট মূলে গ্রেফতারকৃত আসামীরা হলো কুতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা গ্রামের মৃত নরেন্দ্র নাথ সরকারের ছেলে শ্রী সুজন সরকার,ফুলবাড়ী ইউনিয়নের ছাগলধরা গ্রামের গনি প্রামানিকের ছেলে ছমির প্রাং ও তার মেয়ে সুফিয়া ওরফে ফকুন্নি বেগম এবং তাস দিয়ে জুয়া খেলার অপরাধে ফুলবাড়ী ইউনিয়নের চৌকিবাড়ি গ্রামের মনির উদ্দিন ফকিরের ছেলে তোতা ফকির, আমজাদ ফকিরের ছেলে, মিনহাজ ফকির, কাটাখালী গ্রামের শরিফ উদ্দিনের ছেলে দুলু প্রাং ও ধলু আকন্দের ছেলে রাশিদুল ইসলামকে গ্রেফতার করে। এসময জুয়া খেলার তাস ও নগদ ৪৩হাজার ৩শ ২০টাকা জব্দ করা হয় । সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী সাংবাদিকদের জানান মঙ্গলবার বুধবার দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ২ আসামীসহ ৯জনকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে ।

Share Button

     এ জাতীয় আরো খবর