অনলাইন ডেস্কঃ
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপিতে যারা রাজনীতি করেন তারা সবাই দুর্নীতিবাজ নয়। দেশপ্রেমিক কিছু ভালো মানুষ আছেন যারা বিএনপির বর্তমান নেতৃত্ব মেনে নেবেন না।
সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, একজন (খালেদা জিয়া) গরিব-এতিমদের টাকা আত্মসাৎ করে আদালতের রায়ে কারাগারে রয়েছেন। আরেক ফেরারি আসামি (তারেক জিয়া) এখন ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন। এই নেতৃত্ব সবাই মেনে নেবে না।
তিনি আরও বলেন, এ রকম সিদ্ধান্তের জন্য বিএনপিতে ভাঙন শুরু হবে। তা মাত্র সময়ের অপেক্ষা। বিএনপি নামক এই সন্ত্রাসী দলের অস্তিত্ব বিলীন করতে আওয়ামী লীগের বা সরকারের কোনো ভূমিকার প্রয়োজন হবে না। আর তা সরকার করবেও না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়েছে বিএনপি উদ্দেশ্যে করে সরকারের এই মন্ত্রী বলেন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে করবেন, না চাইলে করবেন না, তা আপনাদের ব্যাপার। তবে এ বিষয় নিয়ে বা যে কোনো ইস্যু নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করলে সরকার ও প্রশাসন কোনোভাবেই তা বরদাস্ত করবে না।
প্রাইভেট ডিটেকটিভ/১২ ফেব্রুয়ারি, ২০১৮/মেধা