আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও
জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, জাতীয় পার্টি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক,
সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথাযথ মর্যাদায় দিবসটি পালন করেন। এ উপলক্ষে প্রশাসনের
উদ্যোগে জাতীয় ও কালো পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী
অর্পণ শেষে স্থানীয় অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- ব্যারিষ্টার শামীম হায়দার
পাটোয়ারী (এমপি)। ইউএনও মোহাম্মদ আল-মারুফ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফরুজা বারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, ভাইস
চেয়ারম্যান শফিউল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এদিকে
উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলণ, শোক র্যালী,
আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব কর্মকসূচীতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা
আওয়ামীলীগের সভাপতি আফরুজা বারী। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দা
খুরশিদ জাহান স্মৃতি, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন, রেজাউল আলম রেজা, কৃষকলীগের
সভাপতি আতাউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।