চবি প্রতিনিধিঃ
শুক্রবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা ধরে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে তল্লাশি চালানো হয়। জড়িতদের একজন হলে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে তল্লাশি করা হলেও পরে সেখান থেকে কাউকে পাওয়া যায়নি।
শুক্রবার রাতে রাউজান ফুপুর বাসা থেকে গ্রেফতার হয় আজিম।পরে আজিমের তথ্য মতে বাকিদের গ্রেফতার করা হয়। আসামিদের জিজ্ঞেসাবাদে জানা যায় তারা ক্যাম্পাসের বিভিন্ন উপগ্রুপকে সমথর্ন করে কিন্তু তাদের রাজনৈতিক দলের সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই বলে র্যাব নিশ্চিত করে।