মোঃ রেজাউল করিম মজুমদার,ফেনী প্রতিনিধিঃ
ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলের পানিতে ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে পরশুরাম উপজেলা ৩ নং চিথলিয়া ইউনিয়ন পশ্চিম অলকা ৮ নাম্বার ওয়ার্ডের মেসার্স চৌধুরী পোল্টি ফিশারি এন্ড ডেইরি ফার্ম বন্যার পানিতে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। পানি উন্নয়ন বোর্ড মুহুরী ও কহুয়া নদীর পানি বিপৎসীমার প্রায় দেড় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিলো। এতে কৃষি ক্ষেত্রের ধান, ভুট্টা, সরিষা, সূর্যমুখী আরো অনেক প্রজাতির ফসল নষ্ট হয়ে যায়। এলাকাযর স্থায়ী বাসিন্দা আব্দুল হোসেন চৌধুরীর সাথে কথা বলে জানা যায় প্রতিবছরই মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে আমাদের গ্রামে বাড়ীঘর সহ কৃষিজমি মৎস্যচাষ, ফিশারি, ডেইরি ফার্ম সহ অনেক ভয়াবহ ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে প্রতিবছর। এলাকাবাসী জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, প্রতিবছর ক্ষতিগ্রস্তের দিক বিবেচনা করে মুহুরী নদীর বাঁধ ঠিকভাবে মেরামত করে দেওয়ার জন্য। ফেনী পানি উন্নায়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী জহির উদ্দিনের সাথে কথা বলে জানা যায়। পানি নেমে গেলে ভেঙে যাওয়া বাঁধ মেরামতের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।