-
- জেলা সংবাদ, সারাদেশে, সিলেট
- ব্যরিষ্টার সুমন ২৭ টি আশ্রয় কেন্দ্রে ২০ হাজার করে মোট ৫ লক্ষ ৪০ হাজার টাকা অনুদান।
- আপডেট সময় June, 25, 2022, 4:09 pm
- 192 বার পড়া হয়েছে
লয়েছ আহমদঃ
ওসমানীনগরে বন্যায় আক্রান্ত পানিবন্দি মানুষের দুর্গোভ লাঘবে উসমানপুর ইউনিয়নের কৃতিসন্তান সুনাতিতা নিবাসী যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রনেতা ও অধ্যাপক মোহাম্মদ শাহজাহান নাম নিতে অনুদান দাতার নিষেধ আর্থিক সহায়তায় ৫০ টি পরিবারের মধ্যে শুকনা খাবার, চাল ডাল আলু তৈল চিনি দুধ সুজি চা পাতা ইত্যাদি খাদ্যসামগ্রী তুলে দেন,
দেশে বিদেশে সুপরিচিত সুখ্যাত আইনজীবী ক্রীড়াবিদ সমাজসেবক ব্যারিষ্ঠার সাঈদুল হক সুমন, উসমানপুর ইউনিয়নের ২৭টি আশ্রয় কেন্দ্র ২০হাজার করে মোট ৫ লক্ষ ৪০ হাজার টাকা দেয়ার প্রতিস্রুতি দেন, ত্রান বিতরন করে সুমন আরো বলেন আমি সমুন বেঁচে থকলে আপনারা না খেয়ে থাকবেন না কথা দিলাম। এদিকে কুমিল্লা জেলার মুরাদ নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান কিশোর, ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের দুর্ভোগের চিত্র পরিদর্শনে আসেন, সহানুভূতি জানান, আশ্রিত মানুষদের মধ্যে শুকনা খাবার বিতরণ করেন পাঁচপাড়া মোহাম্মদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায়। তাঁকে এক নজর দেখার জন্য হাজার অসহায় লোক বানভাসি সকল বয়েসি নারী পুরুষ কিশ্যর যুবকে এক নজর দেখতে জমায়েত হন। এ সময় উপস্থিত ছিলেন উছমানপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ বদরুল, সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ এম কামরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মোঃ নাজমুল ইসলাম, বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ সহ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
ইউনিয়নবাসীর পক্ষ থেকে ব্যারিষ্টার সুমন ও উপজেলা চেয়ারম্যান কিশোর কে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছত্রলীগের সিলেট জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ শাহজাহান ও অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ালী উল্লাহ বদরুল এবং বানভাসি উছমানপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে ব্যারিষ্টার সুমন ও মুরাদনগর উপজেলার শক্তিশালি চেয়ারম্যান কে এ দুঃসময়ে দুর্দশা লাঘবে এগিয়ে আসার জন্য তাঁদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান। দয়াল আল্লাহপাক তাঁদের উত্তম বিনিময় দান করুন।
অত্র ইউনিয়নের সুসন্তান, বাংলাদেশ আওয়ামীলীগের ১ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক যুক্তঅরাজ্য প্রবাসী মোঃ আছাবর আলী, বন্যার অবস্থা এবং কি ভাবে মানুষের সাহায্য সহায়তা করা হচ্ছে জানতে গিয়ে ফোন করেন এবং সহযোগিতার আশ্বাস দেন, তাঁর এ সহযোগিতা প্রদানের আশ্বাস দেয়ায় তার প্রতি নিন্তর ভালোবাসা জানান জনাব সৈয়দ আহমদ বহলুল, পাশপাশি দেশেবিদেশে অবস্থানরত দানশীল সৃজনশীল মানতাবাদী মহৎপ্রাণ ব্যক্তিবর্গ, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন কে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য উদার্ত্ব আহ্বান জানান।
এ জাতীয় আরো খবর