December 22, 2024, 1:23 pm

সংবাদ শিরোনাম
পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান যশোরে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১ পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায়

বিএনপির বিকৃত বক্তব্যে জার্মান রাষ্ট্রদূতের ক্ষোভ- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো : জার্মান রাষ্ট্রদূতের সাথে তাদের যে বৈঠক ছিল সে বৈঠকে জার্মান রাষ্ট্রদূত বলেছেন সেটিকে বিকৃতভাবে তারা মিডিয়ার সামনে উপস্থাপন করেছে। এতে প্রমাণিত হয় বিদেশীদের উদৃতি দিয়ে তারা যে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেয় তার অনেকগুলো যে মিথ্যা এবং বানোয়াট সেটিই প্রমাণিত হয়। সতরাং তারা যে অপরাজনীতি করে এবং বিদেশীদের কাছে  মিথ্যাচার করে সেটির বড় প্রমাণ হচ্ছে বিএনপির নেতাদের বক্তব্যে জার্মান রাষ্ট্রদূতের ক্ষোভ প্রকাশ।
আজ চট্টগ্রামের সুশীল সমাজের সাথে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি তো জনগণের সাথে না। তারা ক্ষণে ক্ষণে বিদেশীদের কাছে দৌঁড়ে যায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজের স্বাক্ষরে আমেরিকার কংগ্রেসম্যানদের কাছে চিঠি লিখেছিলেন বাংলাদেশের সাহায্য বন্ধ করার জন্য। আমাদের দেশে এমন ঘটনা আগে কখনো দেখিনি যে একজন রাষ্ট্রদূত প্রকাশ্যে একটি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করছে।
ঢাকা নিউমার্কেটের ঘটনায় ছাত্রলীগ যুক্ত মির্জা ফখরুলের বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, নিউ মার্কেটের ঘটনায় বিএনপি যুক্ত বিএনপির নেতারা যুক্ত। যখন নিউমার্কেটে এ ঘটনা শুরু হয় তখন ঘোলা পানিতে মাছ শিকার করার এবং অস্থিতিশীল পরিবেশ তৈরী করার উদ্দেশ্যে স্থানীয় বিএনপির নেতারা দোকান কর্মচারী এবং ছাত্রদের বচসার মধ্যে তারা ঢুকে ঘী ঢেলেছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করার চেষ্টা করেছে। পুলিশ ভিডিও ফুটেজ দেখে যাচাই বাছাই করে আসামীদের গ্রেপ্তার করছে। সেই কারণে বিএনপি নেতাদের কথা এসেছে। সুতরাং বিএনপি যে সব জায়গায় গন্ডগোল লাগাতে চায় বা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে চায় নিউমার্কেটের ঘটনা সেটির একটি প্রমাণ।
আয়োজিত ইফতার মাহফিলে সুশীল সমাজের বিভিন্ন নেত্রীবৃন্দ, সাংবাদিক নেত্রীবৃন্দ, শিক্ষক, বিভিন্ন ধর্মীয় নেত্রীবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ যোগদান করেন।
Share Button

     এ জাতীয় আরো খবর