June 30, 2024, 12:55 pm

সংবাদ শিরোনাম
চিলমারীতে আবারও শিক্ষক জিয়াউর রহমানের বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানির অভিযোগ দুর্নীতিরোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মোবাইল যুগে প্রবেশের জন্য বাণিজ্যিক ফাইভজি অ্যাডভান্সের ওপর হুয়াওয়ের গুরুত্বারোপ পটুয়াখালীতে ২৬ হাজার ৮ শত ৮০ পিচ ক্যান নিষিদ্ধ বিয়ার সহ আটক-৩ রংপুর বিভাগের সমবায় কর্মকর্তা ও সমবায়ী কর্তাদের নৈরাজ্যে কোটি কোটি টাকা লোপাট-দিশেহারা সাধারণ সমবায়ী গোয়াইনঘাটে হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ কুড়িগ্রামের ভুরুমারীতে ভিনদেশী রঙের দুই সন্তানকে নিয়ে দুঃশ্চিন্তায় বাবা মা নরসিংদীর চাঞ্চল্যকর কান্তা হত্যার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মামুনকে গ্রেফতার করলো রৌমারী থানা পুলিশ পটুয়াখালীতে ১ হাজার ২’শত কৃষকের মাঝে বিনামূল্যে ৬ হাজার নারিকেল চারা বিতরন সান্তাহার পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা

শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে পীরজাদা মাওলানা মুশফিকুর রহমান

 দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার আখিরার গ্রামের অধিবাসী পীরজাদা মাওলানা মুশফিকুর রহমান তিনি শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।
 অশীতিপর বার্ধক্য আর গুরুতর অসুস্থতা বহন করছেন তিনি। দেড় বছর আগে স্ট্রোক করে ডান হাত এবং ডান পা অবস অবস্থায় পরে আছেন। এর আগে দুইবার মটর সাইকেল এক্সিডেন্টে আহত হন।
তিনি উত্তর বঙ্গের স্বনামধন্য আলেম এবং দায়ী মরহুম আজগার আলী পীর সাহেবের সন্তান। মরহুম আজগার আলী পীর সাহেব ১৯৩৩ সালে কলিকাতা আলীয়া মাদরাসা হতে ফাযিল পাশকরেন একজন মুহাক্কিক আলেম এবং মুফতি ছিলেন, ছিলেন আরবি ও বাংলা ভাষায় সুপণ্ডিত। তিনি ছিলেন ফুরফুরা দরবার শরীফের খলীফা, পীর মাশায়েখগণের চিরায়ত বিশিষ্ট্য প্রতিনিধি। ইসলামের মর্মবাণী উত্তরবঙ্গসহ সারা দেশে ছড়িয়ে দেবার প্রয়াসে ওয়াজ করেছেন এবং অসংখ্য মসজিদ মাদরাসা প্রতিষ্ঠায় সংগঠকের ভূমিকা পালন করেন। ১৯৬৩ সালে তিনি ইন্তেকাল করেন।
মরহুম পিতার পথ ধরে মাওলানা মুশফিকুর রহমানও হয়েছেন কল্যাণ ও শুভেচ্ছার বারতাবাহী। অর্ধ শতাব্দীকাল দ্বীনের দাওয়াতি কাজে দরদি এবং পরিশ্রমী ভূমিকা পালন করেন। গ্রাম থেকে গ্রামে মানুষের দুয়ারে দুয়ারে কল্যাণকে ফেরি করে ফিরেছেন, প্রাণ ভরে দোয়া করেছেন সবাইকে। একসময় এই অঞ্চলের সব ওয়াজ মাহফিলে অনিবার্য অংশগ্রহণ ছিল তার। মোহগ্রস্ত  হবার মত সুরেলা কণ্ঠস্বর, বিনম্র আচরণ এবং শুভকামনায় ঋদ্ধ ওয়াজ- বয়ানের কারণে গণমানুষের আত্মার আত্মীয় হয়ে ওঠেন তিনি। সাধারণ মানুষের জন্য অকৃত্রিম ভালোবাসা বিলিয়ে দিয়ে অগণিত মানুষের ভালোবাসায় সম্মানিত ব্যক্তিত্ব।
পীরজাদা মাওলানা মুশফিকুর রহমান ০১৭২৫৬১৬১৪৮, আখিরা ( দাউদপুর ), নবাবগঞ্জ, দিনাজপুর।
দোয়া করি আল্লাহ শেফা দান করুন। ঈমান আমানের সাথে দীর্ঘজীবী হোন।
শিক্ষাজীবনঃ
দাখিল ১৯৬১, কাচদহ ফাযিল মাদরাসা, নবাবগঞ্জ দিনাজপুর।
আলিম ১৯৬৩ + ফাযিল ১৯৬৫, হানাইল নো’মানীয়া কামিল মাদরাসা, জয়পুরহাট।
কামিল ১৯৬৭, মোস্তাফাবিয়া কামিল মাদরাসা, বগুড়া।
Share Button

     এ জাতীয় আরো খবর