May 30, 2024, 4:28 am

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

ঝিকরগাছায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

ইয়ানূর রহমানঃঃ
যশোরের ঝিকরগাছায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা পুতুল দাস (১৭)
নামক এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার রাজাপুর সুইপার পল্লীতে স্বামী প্রদীপ দাস
শয়নকক্ষে তার গায়ে আগুন দিলে হাসপাতালে নেবার পথে মৃত্যু হয়।
বছর খানেক আগে শার্শার বাগআঁচড়ার মৃত সাধন দাসের মেয়ে পুতুল দাসকে বিয়ে
করেন প্রদীপ দাস। প্রদীপ দাস উপজেলার রাজাপুর সুইপার পল্লীর কিশোর দাসের
পালিত ছেলে।
প্রতিবেশী যিতিন্দ্র দাস জানান, রাত ১১টার দিকে পুতুলের চিৎকার শুনে এসে
দেখে ঘরের মধ্যে আগুন জ্বলছে। তখন ঘরের দরজার তালা খোলার জন্য প্রদীপকে
ডাকলে সে বলেন চাবি পাচ্ছিনা। দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখেন পুতুলের সারা
গায়ে আগুন জ্বলছে। তখন প্রদীপ পুতুলের গায়ের আগুন নেভাতে চেষ্টা করেন।
প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখান থেকে যশোর ২৫০ শয্য
জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে খুলনা নেবার পথে তার মৃত্যু হয়।
নিহত পুতুলের মা পুষ্প দাস জানান, প্রদীপ সব সময় নেশা করে পুতুলকে মারধর
করত। আগেও দুইবার তার মেয়েকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল।
নিহত পুতুল দাসের মামী লক্ষীদাসী জানান, মৃত্যুর আগে পুতুল জানায়
প্রদীপের সাথে তার ঝগড়া হলে সে তাকে বলেছিল আমাকে ভালবাসলে তুই গায়ে আগুন
দে। তাই গায়ে আগুন দিয়েছে।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, পুতুল দাস নিজে গায়ে আগুন
দিলেও প্রদীপ না নিভিয়ে ঘর বন্ধ করে বসে থাকার বিষয়টি রহস্যজনক। প্রদীপ
দাসেরও দুই হাত পুড়ে গেছে। সে পুলিশ হেফাজতে যশোর ২৫০ শয্য জেনারেল
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল)
জুয়েল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর