বুলবুল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জে তুচ্ছ ঘটনা ও কথা কাটাকাটিকে কেন্দ্র করে অতর্কিত হামলা করে গাছের ডাল দিয়ে পিঠিয়ে কাঞ্চন দাশ (২৮) নামের এক যুবককে রক্তাক্ত জখমী করে গুরুত্বর অসুস্থ যুবককে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামে।
জানাযায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের কালীপদ দাশের পুত্র অসুস্থ কাঞ্চন দাশ (২৮)কে রাস্তা দিয়ে চলাচলে বাধা দেয় একই গ্রামের মৃত মখলু মিয়ার পুত্র নুরুল মিয়া। এরই জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে কাঞ্চনের উপর চড়াও হয়ে ওঠে নুরুল গাছের ডাল দিয়ে বেদড়ক মারপিট করে তাকে। এক পর্যায়ে কাঞ্চন দৌড়ে ঘরে গিয়েও রক্ষা হয়নি। নুরুল এর ঘরের ভিতর ডুকে তাকে বেধরক ভাবে মারধোর মারধর করে রক্তাক্ত জখম করে। এ অবস্থায় কাঞ্চনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে প্রেরন করেন। আঘাতের কারনে হাসপাতালে কাঞ্চনের মাথায় ৪টি সেলাই, সিটিস্ক্যান করানো সহ সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানা গেছে। এ ব্যপারে পরিবার এর সাথে যোগাযোগ যোগাযোগ করা হলে তারা বলেন, নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।