October 9, 2024, 4:16 pm

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

এমপির ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন আম্পানের আঘাতে মোরেলগঞ্জে মৎস্য, কৃষি ও বিদ্যুৎ খাতে ব্যাপক ক্ষয় ক্ষতি

এইচ এম জসিম উদ্দিন,মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

সুপারসাইক্লোন‘আম্পানেরপ্রভাবেবাগেরহাটের মোরেলগঞ্জেমৎস্য , কৃষি ও বিদ্যুৎখাতেব্যাপকক্ষতিসাধিতহয়েছে। দীর্ঘ ৪/৫ ঘন্টাব্যাপীতান্ডবেঅর্ধ শতাধিকশিক্ষাপ্রতিষ্ঠানেরক্ষতিসাধিতহয়েছে।অধিকাংশএলাকায়বিচ্ছিন্নরয়েছেবিদ্যুৎব্যবস্থা।নদীগর্ভে বিলীনহয়েছেকাচাঁ-পাকারাস্তা ও বেড়িবাঁধ। স্থানীয়সংসদ সদস্য অ্যাড. আমিরুলআলমমিলন ভাঙ্গন কবলিতএলাকাপরিদর্শনকরেছেন।
২০ মে সন্ধ্যায়গুড়ি গুড়িবৃষ্টির সাথে দমকাহাওয়াশুরুহলেওরাত ৯ টারদিকেউপকূলে আঘাতহানেসুপারসাইক্লোন‘আম্পান’।অতিরিক্ত জোয়ারেরপানিতেপ্লাবিতহয়উপকূল। ডুবেযায়ফসলিজমি ও নিচুঘরবাড়ি।পানিবন্দী হয়হাজারহাজারমানুষ। বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিতহয়েছেমোরেলগঞ্জেরবিভিন্নইউনিয়নের ১০ গ্রাম।উপজেলার ৭৫০ হেক্টরজমির৯ হাজার ৯২৫ টিমৎস্য ঘেরের ১৩ শতাধিক ঘের সম্পূর্ণ ডুবেগিয়েপ্রায় ১ কোটি ২০ লাখটাকারক্ষতিসাধিতহয়েছে। কৃষিখাতেসবচেয়ে বেশিক্ষতিহয়েছেকলা ও সবজি ক্ষেতের । উপজেলা কৃষিকর্মকর্তা রেহেনাপারভীনজানান, ৫০একরজমিরকলা ক্ষেতএবং ২৫ একরজমিরসবজি ক্ষেতসম্পূর্ণ বিনষ্টহয়ে ১ কোটিটাকারক্ষতিহয়েছে। ১৬ টিইউনিয়নের ৬ শ’কিমি. বিদ্যুৎলাইনসম্পূর্ণ বিচ্ছিন্নহয়েছে।
অপরদিকে,ঘূর্ণিঝড়আম্পানেরআঘাতে এইচ ভিএসহাজীনুরুদ্দীন দাখিলমাদ্রাসা, এসবি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়,আব্দুলআজিজ মেমোরিয়ালমাধ্যমিক বিদ্যালয়, পাঁচগাওএসএসমাধ্যমিক বিদ্যালয়,দারুল কোরানমাধ্যমিক বিদ্যালয়,গুলজিয়াফাজিলমাদ্রাসা, সোনাখালি টেকনিক্যাল এন্ড বিএমকলেজ, জনশক্তি মাধ্যমিক বিদ্যালয়সহ ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানেরটিউড়েগিয়েআংশিকক্ষতিসাধিতহয়েছে।
অম্পানেরতান্ডবেউপজেলার ২০ কিমি.কাঁচাপাকারাস্তাবিলীনহয়েছে। রাস্তাবিলীনহওয়ায় মোরেলগঞ্জসদরের সাথে বহরবুনিয়াইউনিয়নের যোগাযোগব্যবস্থা ভেঙ্গে পড়েছে।বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিতহয়েছে ৭৭৫ হেক্টরজমি। পৌরসদরেরনদীতীরবর্তীরাস্তাটি ভেঙ্গে তীরবর্তীএলাকাপ্লাবিতহয়েছেএবংজলাবদ্ধতারসৃষ্টিহয়েছে। খাবারপানিরআধার থানারপুকুর, উপজেলাপুকুর, এসিলাহাপাইলট স্কুলেরপুকুরসহ সবগুলোপুকুরপ্লাবিত হে ছে। এতেখাবারপানিসহব্যবহারঅনুপযোগীহয়েপড়েছে সবগুলোপুকুরেরপানি।
স্থানীয়সংসদ সদস্য অ্যাড.আমিরুলঅলমমিলনআজপঞ্চকরণইউনিয়নের দেবরাজ-কুমারিয়া জোলা ভাঙ্গন কবলিত বেড়িবাঁধ, বহরবুনিয়াইউনিয়নেরফুলহাতাও সদরইউনিয়নেরগাবতলা ভাঙ্গন কবলিত বেড়িবাঁধপরিদর্শনকরেছেন। এসময়তাঁর সাথে ছিলেনউপজেলানির্বাহীঅফিসার মোঃ কামরুজ্জামান , থানাঅফিসারইনচার্জ কে এমআজিজুলইসলাম ও যুবলীগ নেতাঅ্যাড. তাজিনুররহমানপলাশপ্রমুখ।
এদিকে,উপজেলার ১৩৩ টিসাইক্লোনশেল্টারএবংশতাধিকপাকাভবনেপ্রায়প্রায় ৩ লাখমানুষআশ্রয়নিয়েছিলযারকারণে কোনপ্রাণহাণিরমতঘটনাঘটেনি।আশ্রয় কেন্দ্রগুলোতেআশ্রয়প্রার্থীদেরজন্য পর্যাপ্তশুকনোখাবারও পানিএবংশিশুখাবারসরবরাহকরাহয়েছিলবলেজানাযায়।

প্রাইভেট ডিটেকটিভ/২১ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর