May 20, 2024, 4:12 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় নওগাঁর ধামইরহাটে এক যুবককে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদণ্ড প্রদান

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

নওগাঁর ধামইরহাটে স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাধে আবু সাঈদ নামের এক যুবককে ৬ (ছয়) মাসের জন্য কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৬ মার্চ) ২০২০ ইং দুপুরে উপজেলার ইসবপুর ইউনিয়নের অন্তর্গত রামপুরা এলাকায় এ ঘটনাটি ঘটে।উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার ধুরইল এলাকার মোতারব হোসেনের ছেলে মোঃ আবু সাঈদ (৩০), একই ইউনিয়নের রামপুরা গ্রামের জনৈক ব্যাক্তির স্কুল পড়ুয়া ছাত্রীকে শ্লীলতাহানীর উদ্যোশ্যে প্রায় সময়ে উত্ত্যক্ত করে আসছিল।এর’ই ধারাবাহিকতায় সোমবার দুপুরে পুনরায় স্কুল থেকে ফেরার পথে উত্ত্যক্ত করলে স্থানীয়রা বখাটে আবু সাঈদকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যান। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হাসান সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যান্ত ন্যাক্কার জনক ও লজ্জাস্কর। ভ্রাম্যমান আদালতের দেওয়া আদেশের প্রেক্ষিতেই আমরা আসামিকে পুলিশ হেফাজতে কোর্ট হাজতে প্রেরণ করেছি।

প্রাইভেট ডিটেকটিভ/১৬ মার্চ ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর